বিশ্ব

মোদিকে নিয়ে টুইটের পর চাকরি গেল পাইলটের

মোদিকে নিয়ে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক টুইট করার জেরে চাকরি খোয়ালেন গোএয়ারের একজন জ্যেষ্ঠ পাইলট। সামাজিক যোগাযোগের মাধ্যমে আচরণ সংক্রান্ত ওই বিমান সংস্থার নিয়ম লঙ্ঘন করার কারণে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। গোএয়ার এ তথ্য জানিয়েছে।

পাইলটকে ছাঁটাই করার পর থেকে চরম সমালোচনায় পড়েছে বিমান সংস্থাটি। জানা গেছে, জ্যেষ্ঠ পাইলট মিকি মালিক চাকরি হারিয়েছেন।

টুইটারে তিনি সম্প্রতি লিখেছিলেন, প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। আমাকে পাল্টা ইডিয়ট বলতে পারেন, তাতে অসুবিধা নেই। আমি তো দেশের প্রধানমন্ত্রী নই। কিন্তু প্রধানমন্ত্রী একজন ইডিয়ট। পিরিয়ড।

ওই টুইট ঘিরে বিতর্কের জেরে টুইটটি মুছে দেন তিনি। পরে নিজের অ্যাকাউন্ট লক করেন। পরে ক্ষমা চেয়ে লেখেন, প্রধানমন্ত্রীকে নিয়ে টুইট করার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অন্য টুইটেও যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সেজন্যও ক্ষমাপ্রার্থী। আমার টুইটের সঙ্গে কোনোভাবেই গোএয়ারের সম্পর্ক নেই।

এ ঘটনার তিন দিন পর চাকরি থেকে তাকে ছাঁটাই করে দেয় গোএয়ার।

সূত্র: ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেস

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন