বিশ্ব

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরের একটি হাউজিং কমপ্লেক্সে পুলিশের সঙ্গে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, নিহত ২ ।  এক অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিবিনিময়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এপি’র।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টার কিছুক্ষণ পর ইভ্যানস টাওয়ার নামের কমপ্লেক্সটি থেকে কল আসার পর পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান বলে জানিয়েছেন ওমাহা পুলিশের উপপ্রধান স্কট গ্রে। দুই কর্মকর্তা পঞ্চম তলার হলওয়েতে এক অস্ত্রধারীর মুখোমুখি হন।

পুলিশের কাছে কল আসা এবং এই গুলিবিনিময়ের কারণ জানা যায়নি।

পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছেন এবং এক কর্মকর্তার পায়ে গুলি লেগেছে। পরে একটি অ্যাপার্টমেন্ট থেকে এক মৃত নারীকে উদ্ধার করা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা, এই নারীর মৃত্যু, পুলিশের কাছে কল আসা এবং গুলিবিনিময়ের ঘটনা একসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। আহত কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শেষ পর্যন্ত বেঁচে যাবেন বলে আশা করা হচ্ছে। তবে হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ সোহাগের বিয়ে ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 2 =