রফিকুল নাজিম এর কবিতা
মনোবিদ্যা
এই শহরের তিপ্পান্ন গলি তোমার খুব চেনা
হাওয়া ও মেঘের মতিগতি বুইঝা বইলা দিতে পারো
আবহাওয়ার পূর্বাভাস।
পাতার গড়ন ও ধরণ দেইখা বইলা দিতে পারো
কখন-কতটুকু জৈব সার দিতে হইবো বৃক্ষমূলে।
নাগর,
বারো হাত শাড়ির তেরো ভাঁজ খুলতে তুমি সিদ্ধহস্ত
শুধু মনের অন্দরমহলে ঢোকার পথটা খুঁজলা না।
মনেরও যে অসুখ হয়- সেই অসুখ সারাইতে হয়
সেই বিদ্যাটা শিখলা না;
কেন শিখলা না, নাগর?
আমারও যন্ত্রণা হয়
আঘাতের যন্ত্রণা ফুলেরও হয়
টোকায় টোকায় পাপড়িগুলো ঝরে যায় অবেলায়,
হাতুড়ির পুনঃপুন আঘাতে চৌচির হয় পাথুরে শরীর
মেঘলা দিনের গুমোট হাওয়ায় দুঃখ দুঃখ একটা ঘ্রাণ উড়ে
আঘাতের দাগ মুছতে বৃষ্টির প্রার্থনায় মগ্ন থাকে পোড়ামাটি
জলেও জল ভাঙে; সুনামির তোড়ে ভাঙে নিজস্ব তীর।
পাদটীকায় আমিও আজ লিখে গেলাম-
তার অবহেলায় আমার মনেও বেদনা জাগে
তার বিরহে ব্যথায় টনটন করে সম্প্রদান করা মন,
আমিও কষ্ট পাই; নিদ্রাহীন রাতে যন্ত্রণা হয় ভীষণ!
রফিকুল নাজিম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। মাধবপুর, হবিগঞ্জ।