রাজধানীর উত্তরায় সাত তলা একটি বাড়িতে আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এরমধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের ঘটনা ঘটে। বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভায়। এ দুর্ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর বেলা ১০টা দিকে তা নেভানো হয়েছে বলেও ফায়ার সার্ভিস সূত্র জানান।
ফায়ার সার্ভিসের জনসংযোগ শাখার কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বলেন, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি বাড়িটিতে আগুন লাগার ঘটনা জানার আট মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে পৌঁছে যায়। আগুনে পুড়ে তিনজন নিহত হয়েছেন। আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ওদিকে হাসপাতালে পাঠানোর পর আরো তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৬ জনে।
ওয়্যার হাউজের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, এই আগুন দোতলায় লাগলেও তার ধোঁয়ায় ষষ্ঠ তলায় সাফোকেশনে দুজন নারী ও একজন পুরুষ মারা গেছেন। আগুন লাগার প্রাথমিক কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটের কথা বলা হচ্ছে।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



