অবিশ্বাস্য হলেও সত্য

রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!

রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!

রোমহর্ষক: নবজাতক শিশুকে কামড়ে খেল কুকুর!  হাসপাতালের অপারেশন থিয়েটারে রাস্তার কুকুর প্রবেশ করে একটি নবজাতক শিশুকে কামড়িয়ে খেয়ে ফেলার মতো রোমহর্ষক ঘটনা ঘটেছে। ভারতের যোগীরাজ্য উত্তর প্রদেশের ফররুখাবাদের একটি বেসরকারি হাসপাতালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বেসরকারি ফিন্যান্স ফার্মে কর্মরত রবি কুমার ও তার  অন্তঃসত্ত্বা স্ত্রী কাঞ্চনের নবজাতক ছিল শিশুটি।

গতকাল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ আবাস বিকা কলোনির আকাশ গঙ্গা হাসপাতালে ঘটে এই মর্মান্তিক ঘটনা। ডেলিভারির ব্যথা ওঠায়  কাঞ্চনকে নিয়ে হাসপাতালে যান রবি।

রবি জানায়, ‘প্রথমে হাসপাতালের নার্সিং স্টাফরা জানিয়েছে নরমাল ডেলিভারি হবে। তবে কয়েক মুহূর্ত পরই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারা জানান, সিজার করতে হবে। সেইজন্য কাঞ্চনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এক ঘণ্টা পর তারা জানান অস্ত্রোপচার সফল হয়েছে। তারা কাঞ্চনকে ওয়ার্ডে দিয়ে দিলেও বাচ্চাটি অপারেশন থিয়েটারেই রেখে রবিকে বাইরে অপেক্ষা করতে বলেন।’

প্রথমবার বাবা হওয়া রবি কাঁদতে কাঁদতে আরও জানালেন, ‘কয়েক মিনিট পর হাসপাতালের এক কর্মী চিত্‍‌কার করে বলতে থাকে, অপারেশন থিয়েটারে কুকুর ঢুকেছে। বিপদ আঁচ করে আমি ওটির দিকে ছুটে গিয়ে দেখি আমার সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। বাচ্চাটার বুকে ও বাঁ চোখে কুকুরের কামড়ের দাগ ছিল। ও স্থির হয়ে পড়ে ছিল। নড়াচড়া করছিল না। কুকুরটি আবার অপারেশন থিয়েটারে ঢুকে পড়ার চেষ্টা করলে আমি চিত্‍‌কার করে উঠি।’

রবি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ আনায় তারা টাকা দিয়ে তাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল বলে অভিযোগ। তারা দাবি করে, বাচ্চাটি মৃত অবস্থাতেই ছিল। আর কুকুরটি ভুলবশত ওটিতে ঢুকে পড়েছিল।

জেলা প্রশাসক মহেন্দ্র সিং জানিয়েছেন, ‘আমরা তদন্ত করেছি। হাসপাতালের গাফিলতির জন্যই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কমিটি।’ হাসপাতালের মালিক বিজয় প্যাটেল ও তার কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আপাতত হাসপাতালটি বন্ধ রাখা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

আরও পড়ুনঃ বাসে ঘুমিয়ে ২১ বছর!

আরও পড়ুনঃ নীল নদের মালিক কে?

আরও পড়ুনঃ ‘সুখ’ বুঝতে ৯ মিলিয়ন ডলার দান!

আরও পড়ুনঃ পরিচালকের রুম থেকে বেরিয়ে অঝোরে কাঁদলেন নায়িকা

আরও পড়ুনঃ নিউইয়র্কের হোটেলে বাংলাদেশি তরুণীর মৃত্যু

আরও পড়ুনঃ বাণিজ্যিক উদ্দেশে মুজিববর্ষের লোগো ব্যবহার করা যাবে না

আরও পড়ুনঃ বাংলাদেশের বিরুদ্ধে অ্যামনেস্টির ভয়ানক ষড়যন্ত্র!

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − one =