আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের পর যে প্রশ্নটি সবার মনে ঘুরঘুর করছে, লিওনেল মেসিকে ২০২৬ বিশ্বকাপে দেখা যাবে কি না। এ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই ভক্তদের মনে। অনেকবার এ প্রশ্নের মুখোমুখি হলেও, সরাসরি হ্যাঁ বা না কিছুইই বলেননি এ আর্জেন্টাইন মহাতারকা। এবারও অনেকটাই একই কথা জানালেন মেসি। শতভাগ ফিট থাকলে আসন্ন বিশ্বকাপে খেলতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে কি না, সে প্রশ্নের জবাবে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হলো বয়স। আগামী বছরের জুনের ১১ তারিখ পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। সে মাসেই ৩৯ বছর বয়সে পা দেবেন মেসি। তবে কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন মেসি। এরপর থেকে অনেকেই মনে করছেন আসন্ন বিশ্বকাপে এলএমটেনের খেলার সম্ভাবনা আরও পোক্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গে একটি সাক্ষাৎকারে সোমবার কথা বলেন মেসি। নিজেকে বিশ্বকাপে দেখতে চেয়ে মায়ামি অধিনায়ক বলেন, ‘সত্যি বলতে, বিশ্বকাপে খেলা একটি অসাধারণ ব্যাপার। আমি থাকতে চাই সেখানে। আর যদি থাকি, তবে দলের সাফল্যে দারুণ ভূমিকা রাখতে চাই।’ মেসির বিষয়ে কথা বলতে গিয়ে আগে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকবার তার শিষ্যের ফিট থাকার ওপর জোর দেন। মেসিও ফিটনেসের বিষয়টি মনে করিয়ে দিয়ে বলেন, ‘আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক্-মৌসুমের প্রস্তুতি শুরু করার পর, প্রতিদিন নিজের অবস্থা যাচাই করে দেখব যে আমি শতভাগ ফিট কি না। আমি খুব উৎসাহী, কেননা এটি বিশ্বকাপ। আমরা আগের বিশ্বকাপটা তো জিতেছি, আর সেটি আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা, বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় সব সময়ই স্বপ্নের মতো। আশা করি, সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন।’
একসময় ফুটবল ক্যারিয়ারে সম্ভব্য সবকিছুই জেতেন মেসি, শুধু আক্ষেপ ছিল একটি বিশ্বকাপের। ফুটবল ঈশ্বর কাতার বিশ্বকাপে সে আক্ষেপও ঘুচিয়ে দিয়েছেন। সেটি নিজেই আরেকবার মনে করিয়ে দিয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘(বিশ্বকাপ জেতা) এটি আমার জীবনের স্বপ্ন ছিল। সত্যি বলতে, আমার পেশাদার ক্যারিয়ারে কেবল এই একটা ট্রফিই পাওয়া বাকি ছিল। ব্যক্তিগতভাবে প্রায় সব জেতায় নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি। আর দলগতভাবে বার্সেলোনার হয়ে যা পেয়েছি, তা প্রতিটি খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। যখন কেনো ফুটবলারকে আপনি বড় স্বপ্নের কথা জিজ্ঞেস করবেন, তার উত্তর হবে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’
চলতি বছরের শেষ ম্যাচে আগামী ১৪ই নভেম্বর অ্যাঙ্গোলার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। সে ম্যাচে ওয়ার্কলোডের কথা ভেবে মেসিকে না-ও রাখতে পারেন স্কালোনি। তবে এ মুহূর্তে মেসির নজর অনুমিতভাবেই এমএলএস কাপে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ন্যাশভিলের সঙ্গে ৩-১ গোলে জয় তুলে নেয় মায়ামি। আগামী ২রা নভেম্বর প্লে অফের দ্বিতীয় ম্যাচে নামবে মেসিরা।
সূত্র : মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



