ফিচার্ড সাহিত্য ও কবিতা

শীতল চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা

 

শীতল চট্টোপাধ্যায়-এর একগুচ্ছ কবিতা


ঠোঁট

বলেছিলে, ঘুমন্ত ঠোঁট স্পর্শ ক’রে
রাত, পুরুষ হয় ৷
বলেছিলে, ঠোঁট ছুঁয়ে
প্রভাতী কিরণ নিয়ে যায় সূর্য ,
একমাত্র তোমার ঠোঁটেই নাকী
পৃথিবীর লাল গোলাপরা আশ্রিত,
তোমার ঠোঁটের রঙ মেখেই নাকী
পদ্মরা লাল,
বলেছিলে, তোমার ঠোঁটের গভীরে নাকী
আগ্নেয়গিরীর গনগনে আগুনও
ঘুম পাড়িয়ে রাখ ৷

————————————————————

অদৃশ্যই

পাতা ওল্টায় দেখা যায়, আবার
দেখা যায়না পাতা ওল্টায় ৷
রাত্রির একটা স্বপ্নকেও
আনা যায়না প্রকাশ্যে,
অবচেতনের স্বপ্নকথা –
জাগরনে কিছুক্ষণ ভাসমান থেকে
মিলিয়ে যায় অদৃশ্যে ,
জীবনের সাথে সেই সব স্বপ্ন মুহূর্তরা
রূপ, কন্ঠ না পাওয়ার অদৃশ্যেই ৷

 
————————————————————————-
মউল

রাঙা রুখু মাটিতে ঝরছে
রসালো মউল ফল ৷
ফলের ভেতর মাতালের জমানো মদ,
গলা ছেড়ে গান গাওয়ার লুকানো মাদকতা,
লুকিয়ে আছে মাতাল স্বামী কিংবা
যুগলে টলতে -টলতে হাঁটার
চরম ও পরম সুখ ৷
 
———————————————————————–

ততদিন

তারুণ্য ক্রোধে
রোদ, সংযত হবে বলেছে ৷
তরুণী বিদ্রোহে
মেঘ বলেছে , আসবে ৷
জীবনের আহ্বানে
বৃষ্টি বলেছে , নামবে ৷
ততদিন স্নান না – হওয়ার কষ্ট ভোলাতে –
পথের ধারে – ধারে
জারুল ফুলের রঙিন বাতাস ডাকে –
প্রাণকে ৷

 
————————————————————————

পথ

পথের সাথে একই মিল জীবনের ৷
পথের শুরু থেকে শেষে বাঁকের মতোই
জীবন পথের বাঁক ৷
পাহাড়ের চড়াই -উতরাইয়ের সাথে মিলে যায়
জীবন সমস্যা,
কষ্টের অশ্রু পথ বয় – নদীর মতোই ৷
যেখানে পথ থামে , তারপর সাঁকো ৷
জীবন পথটাও একটা ওপার দেখতে থাকে তখন,
যার আর পথ নেই ৷



 

ঠিকানা – জগদ্দল , উত্তর ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন