সংখ্যালঘুর জমিতে উঠছে প্রভাবশালীর দেয়াল
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার ঝিকিড়া মহল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি অবৈধভাবে দখল করে পাকা দেয়াল নিমার্ণের অভিযোগ করা হয়েছে। রবিবার বিকেলে উল্লাপাড়ার বাসিন্দা মাহবুবুল আলম বাচ্চু ঝিকিড়ার তুষার কান্তি সাহার পৈত্রিক সম্পত্তি দখল করে দেয়াল নিমার্ণ শুরু করেন। পরে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা চলছে।
তুষার কান্তি সাহা উল্লাপাড়া মডেল থানায় দেওয়া অভিযোগ পত্রে বলেছেন, শ্রীকোলা মৌজার আরএস খতিয়ান ১৪৯ ও আরএস ৪৯৯ দাগে তার ৮ শতাংশ জমির কিছু অংশ কথিত মাহবুবুল আলম বাচ্চু হঠাৎ করে ২০/২৫ জন লোক নিয়ে এসে নিজের (বাচ্চু) জমি দাবি করে সেখানে পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। তুষার কান্তি বাঁধা দিলেও তা শোনেনি দখলদাররা।
সংখ্যালঘুর জমিতে উঠছে প্রভাবশালীর দেয়াল নির্মান বিষয়ে তুষার কান্তির আরো অভিযোগ করেন দখলদাররা তার জমির উপরে থাকা ঘর দরজাও ভাঙচুর করে। এতে তার ন্যূনতম ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে তার সম্প্রদায়ের লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি অবিলম্বে অবৈধ ভূমি দখল বন্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি অনুরোধ জানান।
এ ব্যাপারে মাহবুবুল আলম বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ওই জমি ২০১৩ সালে দলিল ও খারিজ মূল্যে জনৈক কোবাদ আলীর নিকট থেকে কিনে নেন এবং তার ক্রয়কৃত সম্পত্তিতে তিনি স্থাপনা তৈরি শুরু করেন বলে উল্লেখ করেন।
উল্লাপাড়া মডেল থানায় যোগাযোগ করলে উপ-পরিদর্শক মো. আলাল হোসেন জানান, তুষার কান্তির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণ বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। উভয় পক্ষ যাতে কোনো গোলযোগে লিপ্ত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে পুলিশের।
সূত্রঃ কালের কন্ঠ
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন