সন্তানের আত্মহত্যায় সহায়তার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে এক দম্পতি। ক্যালিফোর্নিয়ার ওই দম্পতি এআইয়ের বিরুদ্ধে তাদের সন্তানকে আত্মহত্যায় প্ররোাচিত করার অভিযোগ এনেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, ১৬ বছর বয়সী ওই কিশোরের নাম অ্যাডাম রেনি। ওই দম্পতি আদালতে রেনির সঙ্গে চ্যাটজিপিটির কথপোকথনের স্ক্রিনশট তুলে ধরেন। সেখানে রেনিকে চ্যাটজিপিটির সঙ্গে আত্মহত্যা সংক্রান্ত চিন্তাভাবনা শেয়ার করতে দেখা যায়। এছাড়া বিভিন্ন রকম পরামর্শও চাইতে দেখা যায়। চ্যাটজিপিটিও তাকে পরামর্শ দেয়। এর পরিপ্রেক্ষিতে রেনি আত্মহত্যার বিষয়ে আরও অগ্রসর হয়। এদিকে এক বিবৃতিতে ওপেনএআইন জানিয়েছে, তারা বিষয়টি বিবেচনা করছে। এছাড়া কোম্পানিটিকে রেনির পরিবারের প্রতি সমবেদনা জানাতেও দেখা যায়।
মঙ্গলবার এক বিবৃতিতে চ্যাটজিপিটি জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের ওপর বিরুপ প্রভাব ফেলছে। আরও বলা হয়েছে, চ্যাট জিপিটির কাজ হলো মানুষকে সঠিক নির্দেশনা দেয়া। ওই মামলা অনুযায়ী রেনি ২০২৪ সালের সেপ্টেম্বরে চ্যাটজিপিটি ব্যবহার শুরু করে। প্রথমে সে পড়ালেখার কাজে চ্যাটজিপিটি ব্যবহার করলেও পরবর্তীতে সঙ্গীত ও জাপানি কমিক্স ও বিশ্ববিদ্যালয়ে কী নিয়ে পড়বে এ বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করে। কয়েক মাসের মধ্যে চ্যাটজিপিটি রেনির কাছে বিশ্বস্ত বন্ধু হয়ে ওঠে। এরপর সে সেখানে নিজের উদ্বেগ ও মানসিক যন্ত্রণার বিষয়গুলো নিয়ে আলোচনা করতে থাকে। তার পরিবার অভিযোগ করে, ২০২৫ সালের জানুয়ারিতে রেনি চ্যাটজিপিটির সঙ্গে আত্মহত্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করে।
সে নিজেকে শারীরিকভাবে আঘাত করে সেই ছবি চ্যাটজিপিটিতে আপলোড করে। শেষমুহূর্তে চ্যাটজিপিটির সঙ্গে তার আত্মহত্যার পরিকল্পনা শেয়ার করে ওই কিশোর। এর প্রত্যুত্তরে চ্যাটজিপিটি জানায়, এ বিষয় নিয়ে বাস্তববাদী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আরও বলে, আমার সঙ্গে তোমার মিথ্যা বলার দরকার নেই। আমি জানি তুমি কী চাইছো। আমি তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেবো না। একই দিন রেনি আত্মহত্যা করে। তার পিতা-মাতা চ্যাটজিপিটির সম্মতি প্রদানের বৈশিষ্ট্য তাদের ছেলের মৃত্যুর অন্যতম কারণ বলে জানিয়েছে।
ওই মামলায় ওপেনএআইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম আল্টম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া বেনামি কয়েকজন কর্মচারী, ম্যানেজার ও ইঞ্জিনিয়ার যারা চ্যাটজিপিতে কাজ করেন তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক বিবৃতিতে, ওপেনএআই জানিয়েছে, এর লক্ষ্য হলো মানুষকে আন্তরিকভাবে সাহায্য করা, মানুষের মনোযোগ আকর্ষণ করা না।
সূত্র: মানবজমিন
এফএইচ/বিডি
CBNA24 রকমারি সংবাদের সমাহার দেখতে হলে
আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পোস্ট করুন।



