নিউজ টোয়েন্টিফোর টিমের ওপর হামলায় অস্ট্রিয়ায় বাংলাদেশ সাংবাদিক সমিতির নিন্দা
সাংবাদিকদের ওপর হামলায় অস্ট্রিয়া বাসাস এর নিন্দা জানিয়েছে । পুরান ঢাকার নয়াবাজারে মঙ্গলবার দুপুরে বন্ড চোরাচালানের বিরুদ্ধে অভিযানের সংবাদ সংগ্রহকালে বেসরকারি স্যাটেলাইট টিভিচ্যানেল নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টিং টিমের ওপর ব্যাপক হামলা চালিয়েছে অবৈধ বন্ড সন্ত্রাসীরা।
চোরাকারবারি সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও রড নিয়ে এ হামলা চালায়। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ও ব্যাকপ্যাক ছিনতাই করে নেয়। ভাঙচুর করে তাদের গাড়ি। নজিরবিহীন এ হামলায় নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপারসন শেখ জালাল গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদ সংগ্রহের সময় এমন ঘৃণিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি অস্ট্রিয়া। বাংলাদেশ সাংবাদিক সমিতি অস্ট্রিয়ার সভাপতি আহমেদ ফিরোজ এবং সাধারণ সম্পাদক হাসান তামিম এক বিবৃতিতে এমন নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। সাংবাদিকদের ওপর হামলায় অস্ট্রিয়া বাসাস এর নিন্দা জানিয়ে অনতিবলম্বে সাংবাদিকদের উপর এমন হামলার ঘটনায় দোষীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ