বিশ্ব

মার্কিন রাজস্ব বিভাগে সাইবার হামলা, সন্দেহের তীর রাশিয়ার দিকে

সাইবার হামলা
প্রতিকী ছবি

মার্কিন রাজস্ব ও বাণিজ্য বিভাগে সাইবার হামলা হওয়ার ঘটনা ঘটেছে। এই হামলার পেছনে কে বা কারা রয়েছে-সে ব্যাপারে কিছু বলেনি যুক্তরাষ্ট্র। তবে এ ঘটনার পেছনে রাশিয়ার সম্পৃক্ত আছে বলে মনে করা হচ্ছে। যদিও ফেসবুক বার্তায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযোগকে ভিত্তিহীন বলেছে।

রবিবার ক্যালিফোর্নিয়াভিত্তিক পাবলিক ট্রেড সাইবার সিকিউরিটি সংস্থা ফায়ারআই তাদের হ্যাকিং (ইথিক্যাল) টুল চুরি হওয়ার অভিযোগ করার এক সপ্তাহের মধ্যে মার্কিন রাজস্ব ও বাণিজ্য বিভাগে এ সাইবার হামলার ঘটনা ঘটল। এ নিয়ে সংশ্লিষ্ট সেক্টরে জরুরি অবস্থা জারি করেছে যুক্তরাষ্ট্র।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সব ফেডারেল জনসংস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক টুল ‘সোলার উইন্ড’-এর সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।
মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) বলেছে, এসব হ্যাকের ফলে সরকারি সিস্টেমগুলোর আধুনিকায়ন জরুরি। যে টুলটির মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর অভিযোগ করা হচ্ছে, সেটির নির্মাতা প্রতিষ্ঠান সোলার উইন্ড টুইট বার্তায় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে টুলটির ওরিয়ন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের অতিসত্বর আপগ্রেড করতে হবে। ফায়ারআই এ ধরনের ঘটনাকে ’বৈশ্বিক তৎপরতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, প্রাইভেট ও পাবলিক কম্পিউটার নেটওয়ার্ক প্রতিষ্ঠান সফটওয়্যার আপডেটে মেলিসিয়াস কোড ঢুকিয়ে দিয়েছে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

বাঅ/এমএ


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

সংবাদটি শেয়ার করুন