দেশের সংবাদ

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, আহত আরও ২
নিহত দ্বীপ

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যু , আহত আরও ২।। সিলেট নগরীর টিলাগড়ে পূর্ব বিরোধের জের ধরে অভিষেক দে দ্বীপ নামে ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করা হয়েছে। বৃহস্প‌তিবার রাত ১১টার দি‌কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় সৈকত ও শুভ নামে ছাত্রলীগের আরও ২ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের একই হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে, সম্প্র‌তি নগরীর গোপাল‌টিলায় সরস্বতী পূজা নি‌য়ে দ্বীপ ও সৈক‌তের ম‌ধ্যে ‘ঝা‌মেলা’ হ‌য়ে‌ছিল। সেই সময় মুরব্বীরা তা মিটি‌য়ে দেন। বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৯টার দি‌কে দ্বীপের নেতৃ‌ত্বে ক‌য়েকজন সৈক‌তের ওপর হামলা চালায়। এ সময় সৈকত টিলাগড় প‌য়ে‌ন্টে চটপ‌টি খা‌চ্ছি‌লেন। দ্বী‌পের নেতৃ‌ত্বে হামলার সময় সৈকত ছু‌রি নিয়ে পাল্টা হামলা চালান। এ‌সময় গলায় গুরুতর আঘাত পান দ্বীপ। পরে তাকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন। দুইপ‌ক্ষের মারামা‌রির সময় বু‌কের বাম পা‌শে ধারা‌লো অস্ত্রের আঘা‌তে আহত হন সৈকত ও শুভ। তারা তিনজনই ছাত্রলী‌গের রাজনী‌তি‌তে জ‌ড়িত।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী সমকাল‌কে জানান, হতাহত‌দের সবাই ছাত্রলী‌গের রাজনী‌তি‌তে জ‌ড়িত থাক‌তে পা‌রে। পূর্ব বি‌রো‌ধের জে‌রে এই ঘটনা ঘ‌টে‌ছে।

প্রসঙ্গত, সিলেটে দু’পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কর্মীর মৃত্যু নতুন নয়, নগরীর টিলাগড়ে ছাত্রলী‌গের অভ্যন্তরীণ বি‌রো‌ধে এর আগে একাধিক খুনোখুনির ঘটনা ঘটে। এসব ঘটনার জে‌রে সি‌লেট জেলা ছাত্রলী‌গের ক‌মি‌টি পর্যন্ত বা‌তিল করা হয়।

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ                                 

কানাডার সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 2 =