সে সময়- এসময় ।।। শীতল চট্টোপাধ্যায়
সে সময় /
আমাদের ছিল ভালো মন,কথা ছিল ভালো কত
ভালোর বাঁধনে মনটা যে বাঁধা হতো অবিরত ।
এ সময় /
এ সময়ের এই আমরা ,জীবনের সবে আছি
জীবন কথা নিয়েই ঘুরি পৌঁছে দিতে কাছাকাছি ।
সে সময় /
আমাদের ছিল ভালো জল, ভরা মাটি, গাছ-পাখি
ঘাসের ফুলে ফড়িংয়ের ডানা মুদ্রায় নাচানাচি ।
এসময় /
এইতো আছে রঙ ছেটানোয় রঙিন প্রজাপতি
ছুটেই বাতাস আসছে তো , সব জীবনের প্রতি ।
সে সময় /
আউস চালের মেটে ভাত ও ঢেঁকির কোটা গুঁড়ি
মাটির ঝিকে উনুন এবং বাটনাতে শীল-নুড়ি ।
এসময় /
গ্যাসে দ্রুত ভাত হয় এখন পালিশ করা চালে
মিক্সি দিয়ে মশলা করি আমরা যুগের তালে ।
সে সময় /
আমাদের নীল নদী ছিল, নৌকো বাঁধা ছিল ঘাটে
পিছু ফিরে মাঝির গান শুনতে-শুনতে সূর্য পাটে ।
এসময় /
এইতো আছে শালুক-পদ্ম পুকুর এবং ঝিলে
মাছ ধরে ওই মাছরাঙাটা ওই তো নিলো গিলে ।
সে সময় /
পাল্কী ছিল , গান ছিল বেহারাদের হুঁ-হুঁ , না-না
গরুর গাড়ি চলে যেতো , থেকে যেত দাগটা টানা ।
এসময় /
এসময়ের পাকা পথে এসে গেছে নানান গাড়ি
দুর্গা পুজোর সাজে পরি আমরাও তো নতুন শাড়ি ।
সে সময় /
ধানশিষেতে বসতো এসে পোকা খোঁটা টুনটুনি
সাঁঝঘরকে সাজিয়ে দিত জোনাকিরা আলো বুনি ।
এসময় /
এসময়েও আলো টুনি ঝিকমিক ওঠে জ্ব’লে
চাঁদ- তারা নাম ওদের আমাদেরও দেয় ব’লে ।
সে সময় /
আমাদের ছিল ব্যথা পাওয়া,ব্যথা পেলে অপরে
পাশে ছুটে যাওয়া ছিল বিপদ হওয়া খবরে ।
এসময় /
কেউ করলে কারও ক্ষতি প্রতিবাদী আমরাও
আমাদেরও মিছিলেতে মশাল দাবি দাউ-দাউ ।
সে সময় /
আমাদের দাদু ছিল গল্প বলা শীতের রাতে
লণ্ঠনের আলো ছিল ঠিক যেন রূপকথাতে ।
এসময় /
আমরা আছি এসময়ের রিহার্সালে -নিবেদনে
সংস্কৃতি পুরানো নেইয়ে নতুন জুড়ি প্রতিক্ষণে ।
ঠিকানা -জগদ্দল , উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ