কমলগঞ্জে মাঠে মাঠে সোনালী ধান: নবান্ন উৎসবের আমেজ
মাঠে মাঠে আমন ধানের রঙ এখন সোনালী হয়ে উঠেছে। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু সোনালী ফসলে ভরপুর। মাঠে মাঠে কৃষকদের দিগন্ত বিস্তৃত সোনালী ফসলে প্রকৃতির নিয়মেই নবান্ন সমাগত। নবান্নের আমেজে কৃষকরা হয়ে উঠছেন উৎফুল্ল। মাঠে মাঠে সোনালী ফসল কৃষকদের ব্যাপক উৎসাহ, উদ্দীপনার যোগান দিচ্ছে। গ্রামে গ্রামে কিষান-কিষানি এখন প্রচন্ড ব্যস্ত। নতুন ধানের সঙ্গে মিশে আছে তাদের স্বপ্ন। আবহমান বাংলার এ এক চিরায়ত লোকজ উৎসব নবান্ন। নবান্নের শুরুতে কৃষি অধ্যুষিত মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকরা সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছেন। অগ্রায়নের প্রথম দিন থেকেই উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকরা শুরু করেছেন ধান কাটা। কৃষি বিভাগ ও কৃষকরা কমলগঞ্জ অঞ্চলে আমন চাষে এবার বাম্পার ফলন হয়েছে বলে আশা প্রকাশ করেছেন।
কমলগঞ্জে আমন ধানের বাম্পার ফলন
কৃষকের মুখে হাসির ঝিলিক
কমলগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ১৭ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে আমন চাষাবাদ হয়েছে। আমন চাষে প্রতি হেক্টরে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪.২৫ টন। যা ১৭ হাজার ২শ ৭০ হেক্টরে গিয়ে দাঁড়ায় ৭৭ হাজার ৭১৫ টন। অন্যান্য জাতের ধানের পাশাপাশি ব্রি ধান ৪৯, ব্রি ধান ৫১, ইরি ধান ২২, ইরি ধান ৩২, স্বর্ণমুসুরী এর ফলন এবার ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফসল ভালো হওয়ায় বাম্পার ফলন হবে বলে বলছেন সংশ্লিষ্টরা।
কমলগঞ্জের আমন চাষী রামানন্দ মল্লিক, মো: মুরাদ মিয়া, কাজল মালাকার, তৈয়ব আলী ও জয়নাল মিয়া জানান, নবান্ন আমাদের বাঙ্গালীর প্রাণের একটি উৎসব। এবার আমন ধানের ভালো ফলন হয়েছে। বর্তমান বাজারে গত বছরের তুলনায় ধানের দাম কম। তবে বর্তমানে ধানের যে দাম রয়েছে সেই দাম অব্যাহত থাকলেও কৃষকরা লাভবান হবেন। তবে চাষাবাদে শ্রমিকদের বাড়তি মজুরী দিতে হয়েছে। এতে কিছুটা বিরম্বনায় পড়েছেন কৃষকরা তারপরও ফলন ভালো হওয়ায় এবার কৃষকদের নবান্ন উৎসবও ভালো হবে বলে আশা করছেন তারা।
ধানের আরতধার মোঃ আশরাফুল ইসলাম তারেক বলেন, বাজারে ধানের দাম ভালই রয়েছে। বর্তমান বাজারে মোটা ধান ৭০০ টাকা মণ ও চিকন ধান ৮০০ টাকা মণ হিসাবে ক্রয় করা হচ্ছে। ধানের দামে কৃষকরা মোটামুটি লাভবান হবেন বলে তিনি আশাবাদি।
কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খান সিবিএনএ কে বলেন, উপজেলায় বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ অঞ্চলের চাষিরা আমনের বাম্পার ফলন পাবে। কৃষকদের অক্লান্ত পরিশ্রমে ও কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধানে এ বছর ফসল ভালো হয়েছে এবং বাম্পার ফলনও হবে। তাই কৃষকরাও খুশি বলে তিনি দাবী করেন।
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান