বিরতির পর আবারো ইংরেজি গানে ফিরলেন আলোচিত গায়িকা জেফার রহমান। সম্প্রতি ‘ওকেব্রো রেকর্ডস’-এর ইউটিউব চ্যানেলে ‘স্পাইসি’ শিরোনামে একটি গান প্রকাশ পেয়েছে। গানটির মাঝখানে জেফার কণ্ঠশিল্পী নার্গিসের গাওয়া ‘সোনা বন্ধু তুই আমারে ভোথা দাও দিয়া কাইট্টা লা, পিরিতের খেতা দিয়া যাইত্তা ধইরা মাইরালা’ গানটি জুড়ে দিয়েছেন। আর এতেই তীব্র সমালোচনার কবলে পড়েন সদ্য মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া এই নায়িকা।
তবে গানটির কোথাও নার্গিসের নাম উল্লেখ করা হয়নি। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পেজ ও ইউটিউব চ্যানেলে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেখানে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তর্ক-বিতর্ক।
নার্গিসের এই গানকে অনেক শ্রোতাই অশালীন হিসেবে একসময় আখ্যা দিয়েছিলেন। সেই গান জেফার আধুনিকতার মোড়কে নিয়ে এলেন। জেফার বরাবরই ভিন্ন ধারার গান ও ফ্যাশন স্টেটমেন্টের জন্য নজর কেড়েছেন। বিভিন্ন সময় ভক্তরা তার গানের আলোচনা-সমালোচনা করেছে। তবে এই গান নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন। গানটির ছোট ছোট ভিডিও করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে জেফারকে তুলোধুনো করছেন।
সমালোচনা প্রসঙ্গে জেফার বলেন, ‘যে অংশটুকু নিয়ে সমালোচনা করছেন, সেটুকু কিন্তু আমার লেখা, কিংবা সুর করা নয়। লিরিকটা কিন্তু ফুয়াদ ভাইও লেখেন নাই। এটা অনেক আগের গান। নার্গিস নামের একজনের গাওয়া। ইউটিউবে সার্চ করলেই পাওয়া যাবে। ২০০৬ সালে সেই গানটি ফুয়াদ ভাই কানিজ সুবর্ণাকে নিয়ে প্রথম করেন। সেই রেফারেন্সটাই ২০২৪ সালে আমার ইংরেজি গানে আনা হয়েছে। অনেকে বুঝতে পারলেও কেউ কেউ পারছেন না। নতুন ছেলেমেয়েদের কাছে বিষয়টি স্পষ্ট হচ্ছে না।’
ট্রল হওয়া নিয়ে গায়িকার ভাষ্য, ‘ট্রোল কখনো পাত্তা দেই না। আমার যোগ্যতা সম্পর্কে আমি জানি। আমি কি করতে পারি, সেটা কাজের মধ্য দিয়েই প্রমাণ করে আসছি। সামনেও কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে চাই। তাই সমালোচনা নিয়ে আমি কখনো ভাবি না। তবে আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো এই ট্রল নিয়ে নড়েচড়ে যেত। আমাকে এইসব ভাবায় না। আমার চেহারা যেহেতু পরিচিত, তাই সমালোচনাটা আমার ঘাড়ে পড়ছে। তবে বিষয়টি নিয়ে আমি লজ্জিত নই।’
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘স্পাইসি’ গানের দৃশ্যধারণ করা হয়েছে। গানটির প্রযোজক ফুয়াদ আল মুক্তাদীর। জেফার রহমান বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান। তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত মুখ তবে সেটা সংগীতশিল্পী হিসেবে। এর বাইরে তিনি নিজেই গান লিখেন, সুর করেন। এছাড়াও তার আর একটি সাম্প্রতিক পরিচয় তিনি একজন অভিনেত্রী।
সূত্র : বাংলাদেশ জার্নাল