ফিচার্ড বিশ্ব

বিশ্বজুড়ে পণ্যের দাম বৃদ্ধি, জনগণের পাশে দাঁড়ালেন সৌদির বাদশাহ

জনগণের-পাশে-দাঁড়ালেন-সৌদির-বাদশাহ

বিশ্বজুড়ে পণ্যের দাম বৃদ্ধিতে জনগণের পাশে দাঁড়ালেন সৌদির বাদশাহ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এতে জীবন যাত্রার মান খারাপ হতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো জায়গাতেও। এমন অবস্থায় নিজের জনগণের পাশে দাঁড়ালেন সৌদি আরবের শাসক, সৌদির বাদশাহ কিং সালমান। তিনি ৫.৩২ বিলিয়ন ডলার বা ২০ বিলিয়ন সৌদি রিয়াল বরাদ্দ করেছেন জনগণের কষ্ট লাঘবের জন্য।

আরব নিউজ জানিয়েছে, এই অর্থ সরাসরি চলে যাবে দেশটির ‘সিটিজেন একাউন্ট প্রোগ্রামে’। এর আগে অর্থনৈতিক সংকট নিয়ে দেশের ইকোনোমিক কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন-সালমান। এতে তিনি সৌদি আরবের সবথেকে দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। দেশটিতে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে দরিদ্রদের দিকে নজর দেয়া গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সৌদি আরবের ভোক্তা মূল্যস্ফীতি মে মাসে ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে এপ্রিল মাসে এটি ছিল ২.৩ শতাংশ। দাম বেড়েছে পোশাক এবং জুতার। পরিবহণ ব্যয়ও বেড়েছে ব্যাপক হারে।

মে মাসে খাবার ও পানীয়দের দাম বেড়েছে ৪.২ শতাংশ। অপরদিকে পরিবহণ ব্যয় বেড়েছে ৪ শতাংশের বেশি।

সূত্রঃ মানব জমিন

এফএইচ/বিডি


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন