সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে আরো দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। চলতি বছর বাংলাদেশি হাজীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু হলো।
সর্বশেষ মারা যাওয়া দুই হজযাত্রীর মধ্যে একজনের তথ্য জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক। আইটি হেল্পডেস্ক বৃহস্পতিবারের (৭ জুলাই) হজের বুলেটিনে জানিয়েছে, এদিন ব্রাহ্মণবাড়িয়ার শিরিনা আক্তার (৫৯) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- EF0852839।
এর আগে সৌদিতে যে ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ নয়জন এবং নারী চারজন।
মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক আরো জানিয়েছে, সারা বিশ্ব হতে আসা হজযাত্রীদের মিনায় অবস্থানের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। মিনায় আসা সব হজযাত্রী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত বন্দেগির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছেন ।
শুক্রবার (৮ জুলাই) ধর্মপ্রাণ মুসলমানদের পবিত্র হজের দিন। হজযাত্রীরা মধ্যরাত থেকেই মিনা হতে আরাফার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। তাদের কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠবে পুরো আরাফাতের ময়দান। সেখানে তারা এক আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন এবং সারাদিন অবস্থান শেষে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজদালিফার উদ্দেশ্যে আরাফা ত্যাগ করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন শেষে ১০ জিলহজ ফজর নামাজ আদায় করে মিনায় ফিরে আসবেন এবং বড় জামারায় পাথর নিক্ষেপ করবেন বলে বলে টেনে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
গত ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।