ফিচার্ড সাহিত্য ও কবিতা

জয়িতা চট্টোপাধ্যায়-এর এই সপ্তাহের কবিতাগুলো


জয়িতা চট্টোপাধ্যায়-এর এই সপ্তাহের কবিতাগুলো


এক) তুমি ছাড়া

তুমি ছাড়া ভালো লাগে না বৃষ্টিতে হাঁটতে
রোদ ও বড্ডো অসহ্য লাগে
মনে নেই কবে ছুটে ছিলাম ঝোড়ো হাওয়ার সাথে
বুকের ভেতর অজয় নদী তেমন পাগলপারা
তুমি মানেই ঝড়ের আকাশ, তুমি মানেই অবিরল নদী, রাতের সাথে তামাশা কুয়াশার ভেতর লুকোচুরি।।



দুই) সাহসিকা

মনে কর আমি তোমার উত্তরের হাওয়া
বা কোনো বৃষ্টি ভেজা দুপুর
কিংবা কোনও শীতের সকালবেলা
দরজার ওপারে ভিজে রাস্তা
ধোঁয়া ও কুয়াশার ভেতর সেখানে আমার যাওয়া আসা, তুমি হবে আমার নীল আকাশ
বা কোনও সোনালী দিন
আমি তোমার সাহসিকা, হারানো আলপিন।।



তিন) তুমি ডাক দিলে

যদি তুমি ডাক দাও
সমস্ত বন্ধন ছিঁড়ে
তোমার বন্ধনে বাঁধা পড়তে পারি
সমুদ্রের ওপর
এঁকে দিতে পারি স্বাভাবিক সাঁকো
তুমি ডাক দিও
জলের উদ্বেগ ফেলে ছুটে যাব
তোমার ডাক যে বড় প্রিয়।।



চার) চিঠি দাও
চিঠি দাও প্রিয়, অক্ষর সেলাই করে দাও
কাগজে কাগজে, শব্দের পাড়
বোনা থাক প্রতিটা পাতায় পাতায়
তোমার চোখের চিহ্ন দিয়ে বিস্ময় লিখো
তবু একটা চিঠি দাও প্রিয়
শীতের শিশির পাঠাও, পাঠাও তোমার ঘ্রাণ
একটু বকুলের পরশ বা কৃষ্ণচূড়ার লাল
অভিমান হলে চিৎকার পাঠাও কাগজে লিখে
করুনা হলে চিঠি দাও নীল খামে
চুপচাপ দুপুরে তোমার নিঃশ্বাসের শব্দ পাঠাও
মেঘ করে এলে তোমার একলা থাকার গল্প লিখে
চিঠি দাও প্রিয়।।





সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন