ফিচার্ড সাহিত্য ও কবিতা

হাট ।।।। শীতল চট্টোপাধ্যায়

হাট ।।।। শীতল চট্টোপাধ্যায়


এই গ্রামে হাট ছিল
শিরীষের ছায়ে ,
প্রদীপ, কলসি, হাঁড়ি
মাটি পোড়া গায়ে ৷

ঘুনসি, সিঁদুর, শাঁখা ,
নোয়া, ফিতে, কার,
আলতা, নরুন, চুড়ি,
পিতলের হার ৷

চাষিদের পর-পর
সবজির ঝুঁড়ি,
হাট কোণে চুনো মাছ
বেচে জেলে বুড়ি ৷

এই সবই ছিল এই
সারা হাটময়ে,
হঠাৎ সময় রোগে
হাট ভাঙে ক্ষয়ে ৷

হাট সাথে একদিন
দেখা হল যেই,
আলতা, সিঁদুর তার
কাছে কিছু নেই ৷

হাট বলে -বিকোয়না
এইসব আর ,
আলতা-সিঁদুর পরা
যুগ বুঝি পার !

পুরোনো প্রথায় নেই
সধবরা আজ,
যুগেতে মিলিয়ে তাল
নব রূপে সাজ ৷

বিবাহিতা লাল সিঁথি
বেড়া খুলে ফাঁকা,
সাদা পায়ে নেই আর
আলতাও আঁকা ৷

কুমোরেরা, ফেরিওলা
কেউ নেই হাটে,
দেহভাঙা হাট তাই
হারানোতে হাঁটে ৷


 

ঠিকানা – জগদ্দল , উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন