হাড় হিম হয়ে আসে ।। বিপ্লব ঘোষ
একটি যুগ ধরে শুধু চেয়েছিলে
একটি যুগ ধরে শুধু দেখেছিলে ।
কোনোদিন বুঝ্তে দাওনি কি চেয়েছিলে
কোনোদিন বুঝতে দাওনি কি দেখেছিলে ।
যে জীবন চলে গেল
সে কি আর ফিরিবে !
যদি না হাতে হাত রাখতে
যদি না চুম্বনে চুম্বন ভরতে !
ভাবতেই হাড় হিম হয়ে আসে
এতো ভালো যে বেসেছিলাম ।
———-
এপিটাফ
মা তুমি এবার শান্তিতে ঘুমোও । আর কেউ তোমাকে জাগাবে না। যদি জন্মান্তর থাকে তবে এই দেশে এসো। আমাদের ঘরে নয় । আমরা তোমাকে মানুষ ভাবিনি। সত্যি তো, তুমি দেবী ছিলে। এখন বুঝ্তে পারি। যদিও জানি তুমি আসবে ফিরে আমাদের কাছে নরক যন্ত্রণা ভোগ করতে। কারণ সেই যে তোমার স্বর্গ।
————
আকাশ সমুদ্র
এখন আমি অনেক কিছু শিখে গেছি
এখন আমি অনেক কিছু বুঝে গেছি ।
যে ভুল করেছি এজীবন
যে কথা বলেছি এজীবন
সেসবের কোনো মানে নেই
সেসবের কোনো ব্যাখ্যা নেই ।
তার চেয়ে যদি লক্ষ্য রেখে
তার চেয়ে যদি চুপ থেকে
নিজের কাজ করে যেতাম
কুয়োর ব্যাঙ না হয়ে আমি
আকাশের দিকে দেখতাম
তবে একদিন সমুদ্র পেরোতাম ।