সাহিত্য ও কবিতা

হ য ব র ল |||| বিশ্বজিৎ মানিক


হ য ব র ল |||| বিশ্বজিৎ মানিক


বন্ধ করে দাও এবার সকল প্রতারণা
যা হবার তা তো হয়েই গেছে। ক্ষান্ত দাও তোমাদের ছল চাতুরীর
মানুষ হয়ে যাচ্ছে দিশেহারা।
কি হবে এতো টাকায়? আর কতো?
মানুষের অধিকার করছো পদদলিত।
জুয়াচুরি করে করছো টাকা কামাই
অন্ধকারে ঢিল ছুঁড়োনা আর!
ফেঁসে যাবে, ফেঁসে গেছে কতো মহারথী
ভাবছো তুমি অগাধ জলের মাছ!
না না ভুল ধারনা, একেবারেই ভুল, ভুল।
টাকার বিনিময়ে করছো প্রশ্নপত্র ফাঁস
মেডিকেলে হচ্ছে ভর্তি গোমূর্খের দল!
কে দায়ী? মেধাবীরা?  নাকি নচিকেতা?
হবে ডাক্তার, তুমি ডাক্তার, হয়েগেছো ডাক্তার।
যোগ্য যে, পারছেনা সে, পড়ে আছে পিছে!
মনোকষ্টের আর্তনাদী উচ্চারণ – অর্থ!
হায়রে অর্থ, হায়রে পাতকী অর্থ
তুমি জগতের সকল অনর্থের মূল।
যোগ্যতার আসনে উপবিষ্ট উন্মাদ
নয়ছয় আর ছক্কাপাঞ্জা!
এই কি ছিল আমার স্বাধীনতা?
অধিকার?  মানবাধিকার? কিংবা ত্রিশ লক্ষ শহীদের ঢেলে দেওয়া রক্ত?
অবাধে লুন্ঠন অতঃপর খাচ্ছে ধরা।
কেন এমন হয়?  সাবধান হও, হয়ে যাও সাবধান, নইলে ঘোর অন্ধকার।
অগ্নিপরীক্ষা একদিন দিতেই হবে  বড় সাহেব, তুমি আবার কে???
অতি দর্পে হত লঙ্কা জেনে নিও।
ধরাশায়ী হয়ে গেছে অতিকায় হস্তি।
তেলাপোকা, চামচিকা জেগে উঠবেই
পালাবার পথ এবার রুদ্ধ হয়ে গেছে।
মানুষের জীবন নিয়ে জুয়া এবার বন্ধ করো
নাহলে হয়ে যাবে কিংবা হতেই হবে – সাহেদ – সাবরিনা – পাপুল।
খরগ হস্তে জেগে গেছে আজ বঙ্গ জননী
শুদ্ধি অভিযান চলবেই, পাপ মুক্ত হবে এ ধরণী।

২৭/০৭/২০২০ খ্রিস্টাব্দ।
সংবাদটি শেয়ার করুন