মনিরুজ্জামান প্রমউখ -এর তিনটি কবিতা
ন্যাংটো ফুল
সুন্দর লুকিয়ে রাখে- ঘাসে’র আস্তরণে ।
যে পথে গর্ভ ধরা, সে পথের এমন সহজ ধারণ দেখে- অভিভূত হই ।
এমনও হয়- ভদ্রোচিতে ?
স্বীকৃতে’র দায় হতে, অস্বীকৃতে’র গুরুত্ব- দাবাতলের বেশী !
কাহিনীর চাপ- অসহজ করলেও
নারী সুন্দরে’র এমন সরল অভিব্যক্তি পেশ- নিঃসন্দেহে অবাক-তূল্য ।
মাথা ঘুরিয়ে দেয়- চিন্তা’র দূরত্বে’র পূর্বেই ।
কারণ- এমন-টা হতে নেই, ঐ পরিশীলিত পাঠশালায় ।
ন্যাংটো ফুল; জগত-টা-তো ভিন্ন রুপকরণে’র রজনীগন্ধা ।।
——————–
ভালোবাসার নগরী
চেষ্টার বিরতি-তে ভালোবাসার পরাগটুকু
ফুলের সমারোহে, জায়গা করে- নেয় কী ?
তুমি তার প্রতি-উত্তরের সু-যোগ্য নও ।
তুমি ভালোবাসা বুঝো,
কিন্তু- তার অভিগমন পথে’র এখনো- প্রারম্ভ’ই করো-নি ।
নস্টালজিক হওয়া- সহজ খুবি ।
কলসি কাঁখে দুই বিকেল কোমর দুলালে-
পরাগ বাষ্পায়িত হয়-না, জেনো ।
যার অভিজ্ঞতা’র অভিবাসে- ভালোবাসা’র শিমুল-তলা
প্রতি-মুহূর্তে’র গন্ধ ছড়ানো- বাতাসা ।
তা-তে নাকে’র পরিধি, পরিধি গুছাবে কিনা; দেখো !
তবে- দোষ দিবে-না, আশা করি- ভালোবাসা’র মানুষ-টা-কে ।
মন; তোমার চাবি- কী ?
এ প্রশ্নে’র জট না খুলে, কখনো গড়ো-না, ভালোবাসা’র নগরী ।।
———————
আরো রঙ্গীন
বুঝেছি, ভালোবাসো তুমি ।
না হলে, দুপুরে যে-
কলসি ভরে নিয়ে যায়- তোমার জননী ।
সে কলসি বিকেলে- শূণ্য হবার কথা নয় ।
যদি- হয় বোলে- ধরে নিতে বলো,
তবে- সে উন্মাদ-চিত্তে অ-লৌকিক ।
সময় বদলে যাওয়া’র কথা বলবে ?
তবে- তারও ধারাবাহিকে’র কিছু থাকে ।
তুমি জল-শূণ্য করে- বিকেলে’র ফায়দায় ডুবো ।
এর কোনো- ব্যতিক্রম নেই, যে-
তুমি আমাকে ভালোবাসা’র কারণে নয়,
অন্য কোনো কিংবা- শুধু-মাত্র জলে’র প্রয়োজনে’ই
গৌধূলী’র সূর্যাস্ত-কে আরো- রঙ্গীন করো ।।