অনলাইনে উন্মুক্ত হয়ে পড়েছে কোটি কোটি পাসওয়ার্ড। মার্কিন প্রভাবশালী সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, সম্প্রতি বহু পাসওয়ার্ড ফাঁসের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বিশ্লেষকরা যাকে ইতিহাসের অন্যতম বৃহত্তম পাসওয়ার্ড ফাঁস বলে আখ্যা দিয়েছেন।
রকইউ২০২৪ নামে একটি টেক্সট ফাইলের মাধ্যমে প্রায় ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি পাসওয়ার্ড ফাঁস করা হয়েছে। হ্যাকারদের কাছে জনপ্রিয় একটি ফোরামে পাওয়া যাচ্ছে ফাইলটি।
সাইবার নিউজ এক্সপার্টরা বলছেন, এত পাসওয়ার্ড ফাঁস হওয়ায় ব্যক্তিগত গোপনীয়তা হুমকির মুখে পড়েছে এবং তথ্য চুরির শঙ্কা দেখা দিয়েছে।
এর আগে কখনো একদিনে এত পাসওয়ার্ড আপলোড করা হয়নি। সারাবিশ্বের গ্রাহকদের আসল পাসওয়ার্ডই এখানে আপলোড করা হয়েছে।
বিশেষজ্ঞরা তাই পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শও দিয়েছেন। একই লগিন ইনফরমেশন একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে তিন বছর আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। তখন ‘রকইউ২০২১’ নামের একটি ফাইলের ব্যাপারে সতর্ক করেছিল সাইবারনিউজ। প্রায় সাড়ে ৮০০ কোটি পাসওয়ার্ড চুরির শঙ্কা প্রকাশ করা হয়। এবার রকইউ২০২৪ এর মাধ্যমে প্রায় ১ হাজার কোটি চুরি হওয়া পাসওয়ার্ড প্রকাশ করা হলো।