ফেসবুক ব্যবহার। ছবি সংগৃহীত
ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৫০ কোটি ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪৫ থেকে বেড়ে ২৫০ কোটিতে পৌঁছায়। বুধবার এই ঘোষণা দিয়েছে ফেসবুক। খবর আইএনএসের।২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এবং আয় বেড়েছে। তবে ছয় শতাংশ কমেছে শেয়ারের মূল্য।
আইএনএস জানায়, যারা রোজ ফেসবুক ব্যবহার করেন তাদের সংখ্যা ১৬২ থেকে বেড়ে ১৬৬ কোটিতে পৌঁছেছে। তবে আগের বছরে এই বৃদ্ধির হার ছিল দুই শতাংশ।
আর রাজস্ব আগের চেয়ে ২৫ শতাংশ বেড়ে বর্তমানে দুই হাজার ১০৮ কোটি ডলারে পৌঁছেছে। এতে শেয়ার প্রতি গ্রাহকরা আয় করছেন ২ দশমিক ৫৬ ডলার।
কিন্তু নিট আয় মাত্র ৭ শতাংশ বেড়ে ৭৩০ কোটি ডলার হয়েছে যেখানে তার আগের বছর নিট আয় বেড়েছিল ৬১ শতাংশ। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সংবাদ সম্মেলনে বলেন, খুব ভালো একটি বছর আমরা পার করেছি। আমাদের ব্যবসা ও কমিউনিটি ক্রমান্বয়ে বাড়ছে।