আদিবাসী মেরী সাইমন কানাডার নতুন গভর্নর জেনারেল
আজ মঙ্গলবার ৬ জুলাই কানাডার ১৫৪ বছরের ইতিহাসে এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হলো। মেরী সাইমন নামের একজন আদিবাসী মহিলাকে কানডার গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হলো।
কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর সুপারিশ অনুসারে কানাডার হেড অফ স্টেট রানী দ্বিতীয় এলিজাবেথ গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনের এই নিয়োগ অনুমোদন করেছেন। যে আদিবাসী মানুষকে পরাজিত করে কানাডায় প্রথমে ফ্রান্স এবং পরে ফ্রান্সকে পরাজিত করে বৃটিশ উপনিবেশিক শক্তি বিজয়ী হয়েছিল, ১৫৪ বছর পর তার চাকা উলটে গিয়ে আদিবাসীদের সাথে কানাডিয়ানদের সম্পর্কউন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আমরা আশা করছি। কানডার গভর্নর জেনারেল হিসেবে মেরী সাইমনকে দেশদিগন্ত মিডিয়া এবং সিবিএনএ পরিবারের পক্ষ থেকে অভিনন্দন । মেরী সাইমনের পথচলা সত্য, সুন্দর ও ন্যায়ের পথে হোক- এ কামনা ও প্রত্যাশা আন্তরিকভাবে।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান