ভাবনাহীন শৈশব | বিশ্বজিৎ মানিক
——————————————————————–
গাছে উঠে ডাং ডাং – খেলে শিশু কিশোরে
মনে হয় যোগ দেই – তাদের ঐ আসরে
মগডালে উঠে তারা – পানিতে মারে ঝাপ
ডাঙায় পুনঃ এসে – খুশিতে দেয় লাফ।
লাফালাফি দেখে বুড়ো – চিন্তায় মগ্ন
বয়সের ভারে তার – দেহ মন ভগ্ন
ভেসে উঠে মনে তাই – শৈশব স্মৃতি
কতো ছিল ভালোবাসা – আর ছিল প্রীতি।
যান্ত্রিক হয়ে আজ – জীবনের চাকা
ভার বোঝা বহনে – শিরদাঁড়া বাঁকা
শর্ষের ফুল বুড়ো – দেখে যেন চোখে
মুখে তার হাসি নেই – বল নেই বুকে।
এককালে ছিল বেশ – মজাদার দিন
অভাবের তাড়নায় – হয়ে গেছে লীন
জীবনের যুদ্ধে – ভুলে গেছে খেলা
জমছে না আজ আর – মাঠে ঘাটে মেলা।
শিশুদের বলে বুড়ো – কবিতার শেষে
একসাথে খেলা করো – সবে মিলেমিশে
দিন চলে গেলে আর – হবেনা তো খেলা
আমাদের মতো ফের – জমবে না মেলা।
০১/০৭/২০২১ খ্রিস্টাব্দ।