ফিচার্ড সাহিত্য ও কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

বিপ্লব ঘোষ-এর কবিতা

১. চাওয়া পাওয়া


কোথায় গেল সেইদিন

নদীর পাড়ে হাওয়া

শালের বনে যাওয়া !


কোথায় গেল সেইদিন
হটাত এলো মনে

গেলাম চলে সোঁদরবনে ।


কোথায় গেল সেইদিন
আর হবে না যাওয়া
আমার তবু তোমায় আজো
ফুরল না গো চাওয়া।
——————————————————————————–

২. প্রেমের কবিতা


কোনদিন আমার ভুল হয়ে যায়

সে কি তুমি !
কোন মুখ ছেড়ে কোন মুখ রাখি
হিসেবের অ্যালবাম নিয়ে বসে থাকি
সে কি তুমি !
যখন ভাবি এই তো পেয়েছি
নিমেষে উধাও বন হরিণীর বেশে
আবার এসে দাঁড়াও হেসে
সে কি তুমি !
———————————————————————————–

৩. একটু দাঁড়াও


এসেছি যখন যেতে হবে

জানে সবাই
তবে অসময়ে কেন বলো
এবার যাই  !
যেতে যখন হবে
একটু না হয় থেকো
কোথায় যাবার ছিল
মনে করে দেখো।
—————————————————————————————-
সংবাদটি শেয়ার করুন