দুটি কবিতা |||| পুলক বড়ুয়া
সীতা পাহাড়
( এহোবাকে )
আমার একটা বন্ধু আছে, বাল্যবন্ধু
যে-আমার সেই দিনগুলোর একটা জাদুঘর
সে-আমার সেই দিনগুলোর মহার্ঘ জাদুঘর
যে-আজও আদি ও অকৃত্রিম আদিবাসীদের মতো
যার ভালোবাসা কাপ্তাই হ্রদের মাছের মতোন
যার সাথে আমি বর্ণমালার আচার খেতাম চুটিয়ে
আমাদের সেই সোঁদা মাটির মতোন
স্মৃতিগুলো লেগে আছে গায়
তার বুক খোলা হাওয়া
সবুজ ধানের খেতের মতোন দুলে ওঠে আজও
আজও বুক বেঁধে দাঁড়াই বিলীয়মান বুনো
হাওয়ায় হাওয়ায় ক্ষয়িষ্ণু অরণ্যচারী
গাছপালাতরুলতা ইতর জীবের মতো জীবনের মতো
কর্ণফুলীর জলের মতো বুক ভরা কান্না নিয়ে
কর্ণফুলীর জলের মতো
বুক ভরা কান্নার বিক্ষত ক্ষত নিয়ে
আমরা দাঁড়িয়ে ছিলাম, দাঁড়িয়ে আছি
এখনও অরণ্য চট্টলার মতো
এখনও পার্বত্য ভূস্বর্গের মতো
তার পর্বতমালার মতো
দাঁড়িয়ে থাকবো অই সীতা পাহাড়ের মতো
দুই.
অন্ধ উচ্চারণগুচ্ছ
১.
মুখশ্রী প্রকাশ করে
মূর্খরা মুখোশ পরে
২.
ওই অপদার্থটা
আমাকে দাও—তোমার হৃদয় !
৩.
আমি যোগে বিশ্বাসী
বিয়োগে নই
আমি গুণে বিশ্বাসী
ভাগে নই ।