প্রবাসের সংবাদ ফিচার্ড

ব্রঙ্কসে আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন

নিউইয়র্কের ব্রঙ্কসে আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির বর্ণাঢ্য উদ্বোধন

সাখাওয়াত হোসেন সেলিম,নিউইয়র্ক : নিউইয়র্কের ব্রঙ্কসে আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৫ জুন ২০২১ শনিবার ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে বর্ণাঢ্য আয়োজনে এর উদ্বোধন হয়। প্রয়াত নৃত্যগুরু অনুপ কুমার দাশ প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নৃত্য, সঙ্গীতসহ বাংলা ভাষা শিক্ষা দিতে এ ইন্ডয়ান ক্লাসিক্যাল ড্যান্স স্কুলটি প্রতিষ্ঠা করেন।
আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির সভাপতি আল্পনা গুহের সভাপতিত্বে এবং সুরাইয়া আলমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কের সেন্ট বার্নাবাস হাসপাতাল ও পার্কচেস্টার মেডিকেল সার্ভিসেস’র ডা. প্রভাত দাস, এমডি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. নাহিদ খান, বিপার পরিচালক এ্যানি ফেরদৌস, সাংবাদিক ছন্দা বিনতে সুলতান প্রমুখ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, কলামিস্ট, মানবাধিকার কর্মী শিতাংশু গুহ, নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর প্রার্থী মির্জা মামুন রশীদ, কমিউনিটি এক্টিভিস্ট রতন চত্রবর্তী, আহমেদ টিটু, মিথুন দেব, মৃদুলা, ইষানী, নির্মা, তির্ষা, কৃষনা প্রিয়া, অর্পিতা, রিয়া, অদিতি, তুলসী, পারমিতা, ত্রিপর্না, রচি, সৃষ্টি, সংহিতা, অমৃতা প্রমুখ।
আনুষ্ঠানে বক্তারা প্রয়াত নৃত্যগুরু অনুপ কুমার দাশের স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশী কমিউনিটির নতুন প্রজন্মের বাংলা সাংস্কৃতিক বিকাশ সাধনে আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের বাংলা সংস্কৃতি চর্চা সহজতর হবে।
অনুষ্ঠানে বক্তারা এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে প্রয়াত নৃত্যশিল্পী অনুপ কুমার দাশের অবদান অবস্মরণীয়। তার প্রতিষ্ঠিত আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির মাধ্যমে প্রবাসে বাংলা সংস্কৃতি আরো এগিয়ে যাবে এ প্রত্যাশা সবার।
বক্তারা বলেন, প্রবাস প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরতে অভিভাবকদের উদ্যোগী হতে হবে। ঘরে ঘরে নিজেদের সন্তানদের সাথে সব সময় বাংলা বলার চর্চা রাখতে হবে। প্রবাসী বাংলাদেশীদের তাদের সন্তানদের বাংলা সংস্কৃতিতে বিশেষ শিক্ষায় শিক্ষিত করতে এ ধরণের স্কুলের প্রয়োজনীয়তা অনিস্বীকার্য বলে মন্তব্য করেন।
একাডেমির সভাপতি আল্পনা গুহ তার ভাই প্রয়াত নৃত্যশিল্পী অনুপ কুমার দাশের স্মৃতিচারণ করে বলেন, অনুপ কুমার দাশ গত বছরের ফ্রেবুয়ারী মাসে অনলাইন মাধ্যমে ‘আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি’র কার্যক্রম শুরু করে ছিলেন। করোনার কারণে এতোদিন অনলাইনেই এর কার্যক্রম চলছিলো। এখন থেকে সরাসরি ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়ালে এর কার্যক্রম চলবে। প্রতি শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত প্রখ্যাত ক্লাসিক্যাল ড্যান্স টিচার আভা রয় এবং মিথান দাশ নিয়মিত ক্লাস নেবেন। তিনি জানান, ক্লাসিক্যাল নৃত্যের নির্ভরযোগ্য এ প্রতিষ্ঠানটি নৃত্য ছাড়াও নতুন প্রজন্মের সঙ্গীত সহ বাংলা ভাষা শিক্ষা প্রসারে কাজ করবে। বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিকে প্রবাস প্রজন্মে ছড়িয়ে দিতে কাজ করে যাবে। প্রয়াস থাকবে অনুপ কুমার দাশের স্বপ্ন বাস্তবায়নে।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন একাডেমির শিল্পীবৃন্দ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ভারতীয় রয়, কিশোলয়, অর্পিতা, পারমিতা, নির্জা, ইসানী চৌধুরী, অদিতি, তুলসী, রচি, ত্রিপর্না, সৃষ্টি, সংহিতা, অমৃতা। নৃত্যে অংশ নেন শিশু শিল্পী কৃষনা, ইষা ও চৈতন্য। গিটারে মোসলেহ আহমেদ টিটু, তবলায় ছিলেন আরিফ।
উল্লেখ্য, প্রখ্যাত নৃত্য শিল্পী অনুপ কুমার দাশ গত বছরের ২০ জুলাই নিউইয়র্কে পরলোকগমন করেন। গত বছরের ফ্রেবুয়ারী মাসে প্রতিষ্ঠা করেন ‘আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমি’। মৃত্যুর আগ পর্যন্ত অনলাইনে চালিয়ে যান তার প্রতিষ্ঠিত আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমির কার্যক্রম।
এদিকে, আড্ডা অনুপ কুমার দাশ ড্যান্স একাডেমিতে ভর্তি সম্পর্কে বিস্তারিত জানতে একাডেমির সভাপতি আল্পনা গুহ তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : মামুন’স টিউটোরিয়াল, ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন : ৬৪৬-৬৯৬-৫৫৮৫, ৯১৭-৭৭৪-২৮৩৬ এবং ৩৪৭-২৮২-৬৩৭১।


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন