কানাডায় প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্য বিশিষ্ট নূতন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ নিউজ ডেস্ক ।। ২৬ অক্টোবর মঙ্গলবার অটোয়ার রিডিও হলে কানাডার গভর্নর জেনারেল মেরী সাইমনের উপস্হিতিতে কানাডার প্রধানমন্ত্রী জাষ্টিন ট্রুডোর নেতৃত্বে ৩৯ সদস্য বিশিষ্ট কানাডার নূতন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেন। এখানে উল্লেখযোগ্য যে, গত ২০ সেপ্টেম্বর ফেডারেল পার্লামেন্টের নির্বাচনের পর […]
রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, ছিলেন ৪৩ যাত্রী রাশিয়ার দূর প্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া আন-২৪ মডেলের একটি যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন উদ্ধারকারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রোসাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ দেখতে পেয়েছে। এর আগে সকালে […]
ঘুরতে বেরিয়ে হৃদরোগে স্বামীর মৃত্যু, শোকে না ফেরার দেশে স্ত্রী কয়েক মাস আগে বিয়ে। আনন্দেই কাটছিল দিন। সোমবার সকালে স্বামী-স্ত্রী ঘুরতেও বের হলেন একসঙ্গে। চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান স্বামী। আর শোক সইতে না পেরে ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে না ফেরার দেশে চলে গেলেন স্ত্রীও। মূলত স্বামী হারানোর শোক সহ্য করতে […]