সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পত্রিকাটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় (সঞ্জয়), কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এটিএন নিউজ জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আরটিভি জেলা প্রতিনিধি চৌধুরী ভাষ্কর হোম, বৈশাখী টিভির মৌলভীবাজার প্রতিনিধি, ইমন দেব চৌধুরী, মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও মোনায়েম খান প্রমুখ। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রতিষ্ঠাকালীন সম্পাদক শাহীন আহমেদ।
অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বিভিন্ন মহল থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সব শেষে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।