রকমারি

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী-পুরুষ সকলের জন্য এক বৈষম্যহীন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে সারা বিশ্বেই পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৫ সালকে ‘নারী বর্ষ’ ঘোষণা করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সমঅধিকারের ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজই হচ্ছে একটি আদর্শ সমাজ ব্যবস্থা। যদি সমাজে নারীরা পিছিয়ে থাকে তাহলে গোটা সমাজ ব্যবস্থার ওপরই তার নেতিবাচক প্রভাব পড়ে। ২০১৮ সালে জাতিসংঘের ঘোষণা ছিল‘সময় এখন নারীর : উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম শহরের কর্মজীবন ধারা’। The theme for International Women’s Day (8 March) this year of 2019, “Think Equal, Build Smart, Innovate for Change”, puts innovation by women and girls at the heart of efforts in order to achieve gender equality.  বিদ্রোহী ও সাম্যের কবি নজরুল ইসলান সত্যিই বলেছেন, “জগতের যা কিছু চির কল্যানকর অর্ধেক  তার করিয়াছে নারী , অর্ধেক তার নর ।“  নারীদের শ্রদ্ধা করে মানবপ্রেমিক অদৈতবেদান্তের মহাপ্রচারক স্বামী বিবেকানন্দ বলেছেন“ জগতের প্রত্যেক রমণী আমার জননী ।” প্রতিটি  জীবনে এক বা একাধিক নারী থাকে। সেটা হতে পারে মা, বোন, স্ত্রী। এটা মনে রাখতে হবে, নারী-পুরুষ কেউ কারও প্রতিপক্ষ তো নয়ই, বরং একে অপরের পরিপূরক, সহকর্মী ও সহযোদ্ধা। তাই  পুরুষ ও নারীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধসহ ভালবাসা খুবই  জরুরী যা পরিবারে ও সমাজে উন্নতির মাধ্যমে এগিয়ে চলার পথ মসৃন হয়। Love and respect are mutual and reciprocal. It is not one sided. আর সমাজে বাস করতে হলে পারস্পরিক শ্রদ্ধাবোধসহ নারী-পুরুষ উভয়েই সহযো গিতার হাত প্রসারিত করে  চলতে পারলে সবদিক দিয়ে উন্নতি করা সম্ভব। আন্তর্জাতিক নারী দিবস ২০২০ এ জাতিসংঘের স্লোগানের সঙ্গে একাত্ম হয়ে আম।দের প্রত্যয় হবে‘আমি প্রজন্মের সমতা; নারী অধিকারের প্রতি সচেতনতা’।  নারীকে বাদ দিয়ে একটি সুষম সমাজের কথা চিন্তা করা যায় না । নারীর প্রতি সব ধরনের ৈবষম্য ও অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে সম অধিকার ও সমঅংশিদারত্বের ভিত্তিতে সমাজ, দেশ ও বিশ্ব গড়ার সুচিন্তিত প্রত্যয় নিেয় নারীর এগিয়ে চলার পথ আরও বেগবান ও মসৃন হবে -বিশ্ব নারী দিবসে এ হউক আমাদের প্রত্যাশা ও প্রার্থনা  । On this auspicious International Women’s Day, with love and respect, I sincerely wish peace, well being and prosperity for all women. গৌরবউজ্জল আন্তর্জাতিক নারী দিবসে  শ্রদ্ধাভালবাসাসহ সকল নারীর, সকল মাতৃমন্ডলীর ও সকল বোনদের মঙ্গল, উন্নতি ও কল্যান কামনা করছি। সবাইকে  প্রানভরা শুভেচ্ছা

বিদ্যুৎ ভৌমিক, কলামিষ্ট, লেখক ও সিবিএনএ’ এর  উপদেষ্টা ।।

মন্ট্রিয়ল, ক্যানাডা, ৮ মার্চ ২০২০

 

আরও পড়ুনঃ

সর্বশেষ সংবাদ     
কানাডার সংবাদ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে cbna24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 2 =