কানাডার সংবাদ ফিচার্ড

কানাডায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি শিথিল হবে ৫ জুলাই

ছবি-সংগৃহিত

কানাডায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি শিথিল হবে ৫ জুলাই থেকে

২১ জুন সোমবার কানাডায় ফেডারেল সরকার এক বিশেষ ঘোষনায় উল্লেখ করেছেন, আগামী ৫ জুলাই থেকে কানাডার বেশিরভাগ আন্তর্জাতিক ভ্রমণকারী যেমন কানাডার নাগরিক, কানাডার স্থায়ী বাসিন্দা এবং কিছু বিদেশী নাগরিককে যারা পুরোপুরি টিকা বা দুটি  ভ্যাকসিন, নিয়েছেন, তারা সহজেই কানাডায় যাতায়াত করার অনুমতি পাবে ।  আগামী ৫ জুলাই   ১১:৫৯ pm (EDT)  থেকে কার্যকর  হওয়া নিয়মে ভ্রমণকারীরা বর্তমানে বিদ্যমান স্বাস্হ্যবিধি অনুসারে কানাডায় প্রবেশের পর ১৪ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন  হতে হবেনা বা ৩ দিনের জন্য হোটেলে quarantine এ থাকতে হবেনা।

২১ জুন সোমবার নতুন পরিকল্পনার কথা ঘোষণা করে কানাডার স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু (Patty Hajdu ) বলেছেন, “আমরা  কানাডিয়ানদের সবাইকে বলে আসছি,  আন্তর্জাতিক ভ্রমণে সহজতর পদক্ষেপগুলি তখনই নেওয়া হবে,  যখন আমরা দেখব আমাদের সম্প্রদায়গুলি ক্রমবর্ধমানভাবে নিরাপদ হয়ে উঠছে।” কানাডার স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু সোমবার নতুন এই পরিকল্পনার ঘোষণায় আরও বলেছেন “আপনি যদি এই গ্রীষ্মে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার পরিকল্পনা করেন, তাহলে আপনি যে দেশে সফর করছেন সেগুলির নিয়মকানুন পরীক্ষা করে দেখুন ”

কানাডায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি শিথিল হবে ৫ জুলাই থেকে তবে পরিবর্তনটি সম্পূর্ণরূপে টিকা দেওয়া অ-নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা অ-অপরিহার্য বা বিনা কারণে ভ্রমণ করছেন এবং যে কোনও ভ্রমণকারী কানাডিয়ান নাগরিক পুরোপুরি ২টি ভ্যাকসিন নেন নাই, তাদের জন্য বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞাগুলি কার্যকর থাকবে। কানাডার বর্ডার সার্ভিস অফিসারগণ প্রতিটি ভ্রমণকারীদের পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনার জন্য দায়বদ্ধ থাকবেন।

এদিকে কানাডার জননিরাপত্তা মন্ত্রী বিল ব্লেয়ার বলেন “যাত্রীদের দায়বদ্ধতা হল তাদের নিজেদের দায়িত্ব বুঝে নেওয়া এবং তারা ভ্রমন করার যোগ্য কিনা তা নিশ্চিত করা বা পরিকল্পনা করা ভ্রমণকারীদের সীমান্তে যাওয়ার আগে  করা উচিত।”

সূত্র: CTV News, ২২ জুন ২০২১


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন