দেশের সংবাদ ফিচার্ড

গাঁজা খেয়ে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি, এরপর খুন

অভিযুক্ত জসিম

গাঁজা খেয়ে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি, এরপর খুন

বন্ধুর সাথে বসে গাঁজা সেবন। এরপর কোমরে ছুরি নিয়ে রাস্তায় বের হয়ে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি করে সবাইকে গালাগাল করতে থাকেন জসিম। এ সময় তার প্রতিবাদ করেন হারিছ। এতে ক্ষিপ্ত হয়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে হারিছের গলায় আঘাত করেন জসিম। ঘটনাস্থলে মৃত্যু হয় হারিছের।

বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম সরওয়ার জাহানের আদালতে খুনের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি জসিম। জবানবন্দিতে গাঁজা সেবনের পর নেশাগ্রস্ত হয়ে জসিম এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেন।

গ্রেপ্তার মো. জসিমের (৩৫) বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। নগরীর আগ্রাবাদের মুহুরীপাড়ায় তার বাসা। তিনি পেশায় রিকশাচালক।

নিহত মো. হারেছ (২৭) বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার অমিতপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি নগরের আগ্রাবাদ পানওয়ালাপাড়া এলাকার বড় হুজুরের বাড়িতে বসবাস করতেন এবং তিনি বেপারিপাড়া কাঁচাবাজারের একটি মাছ দোকানের কর্মচারি ছিলেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, জবানবন্দিতে জসিম জানিয়েছেন ঘটনার দিন দুপুরে তিনি ও তার বন্ধু রিকশাচালক রাজিব মিলে হালিশহরে একটি আস্তানায় গিয়ে গাঁজা সেবন করেন। এরপর কোমরে একটি ছুরি নিয়ে রাজিবের রিকশায় করে এসে বেপারিপাড়া মোড়ে নামেন।

গাঁজা সেবনের কারণে তিনি নেশাগ্রস্ত থাকায় অসংলগ্ন আচরণ শুরু করেন। প্রথমে নিজেকে ‘সরকারি পাগল’ দাবি করে হুজুরদের গালিগালাজ করতে করতে বেপারিপাড়া মোড় পার হয়ে সড়কের পাশে এসে দাঁড়ান। চৌমুহনী থেকে একটি মোটরসাইকেল বেপারিপাড়ার দিকে আসতে দেখে সিগন্যাল দেন জসিম। সেটি দাঁড়ানোর পর জসিম গালিগালাজ করতে করতে লাথি মেরে মোটরসাইকেল ফেলে দেন। তখন হারিছ ‘তুই কোন সরকারি পাগল’- এমন কথা বলতে বলতে একটি লাঠি নিয়ে তাকে মারতে আসেন।

এতে ক্ষিপ্ত হয়ে জসিম কোমর থেকে ছুরি বের করে তার গলায় আঘাত করেন। এরপর দৌড়ে একটি দোকানের ভেতরে ঢুকে যান। স্থানীয় লোকজন তাকে সেখান থেকে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, হারিছ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন জসিম। হত্যাকাণ্ডের পর গণপিটুনিতে জসিম আহত হয়ে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর আমরা তাকে আদালতে হাজির করি।

প্রসঙ্গত, গত ২৫ জুন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার বেপারিপাড়া মোড়ে গলা কেটে করে মো. হারেছকে (২৮) হত্যা করা হয়। ঘটনাস্থলেই ঘাতক জসিমকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। –বাংলাদেশ জার্নাল


সর্বশেষ সংবাদ

দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com

সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন

আমাদের ফেসবুক পেজ   https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান

সংবাদটি শেয়ার করুন