স্থায়ীভাবে বন্ধ হলো ট্রাম্পের ব্লগ
উদ্বোধনের এক মাস হতে না হতেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্লগসাইট বন্ধ হয়ে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।
ট্রাম্পের সিনিয়র সহকারী জেসন মিলার জানান, ব্লগটি চালু করার আর কোনো পরিকল্পনা নেই। তবে এটি বৃহৎ প্রচেষ্টার অংশ ছিল বলে স্বীকার করে নিয়েছেন মিলার।
যারা ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ব্লগে ঢুকতে চাইছেন, তাদের ইমেইল বা টেক্সট মেসেজের মাধ্যমে ট্রাম্পের সর্বশেষ তথ্য জানানোর জন্য যোগাযোগের ঠিকানা চাওয়া হচ্ছে।
এর আগে ফেসবুক ও টুইটার ট্রাম্পকে নিষিদ্ধ করে। এর পর ৪ মে ‘ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প’ব্লগটি খোলা হয়। ব্লগ খোলার পর এর মাধ্যমে সরাসরি সমর্থকদের সঙ্গে কথা বলতে পারতেন ট্রাম্প।
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান