অবেলায় মেঘলা আবহাওয়ায়
তোমার মোহন আঁচলের মতো
একবার ভেসে উঠছ তো একবার ডুবে যাচ্ছ—
সমুদ্রের নীল আয়নায় বালুকাবেলায়
জানি না, কাহার আঁখিতে তোমার—
আর নীল ছবি, মৌন ছবি ।
তুমি সেই নির্জন নিঃসঙ্গ হাতছানি,
হাওয়ার মতোন আদমের নিত্য ধ্রুব ছায়াসঙ্গী ।
অদূরে গহন গাঙচিলের মতোন
তোমার বেদন-বুকে
বিপুল বাদন হয়ে আসে, ভাসে
জনশূন্যতায় ভেড়ে, নামে,—ডানা মেলে ওড়ে,
গভীর সমুদ্র ফেলে নোনা জলে ভিন
বন্দরে নোঙরে ।
নোনা হাওয়া ছেড়ে মেঠো-মিঠাই-হাওয়ায়
তিন ভাগ ছেড়ে এক ভাগ, ভিন
নবীন নাবিক ! আহা, একি
নবীন মালিক !