সমাধি ||||| পুলক বড়ুয়া
পৃথিবীতে কী কেউ নেই কিছু নেই
কোনো সাড়া নেই শব্দ নেই
কোথাও কাউকে দেখি না কিচ্ছু শুনি না
কোনো নড়ন চড়ন নেই চিৎকার চেঁচামেচি নেই
হা হুতাশ নেই আস্ফালন নেই—
সবাই কী মরে গেছে খতম
কেউ আর ভালো বলবে না
কেউ আর মন্দ বলবে না
রাজা কে প্রজা কে—
পাইক পেয়াদা সান্ত্রী সেপাই কে
আইন আদালত নেই
হাসপাতাল থানা পুলিশ নেই
যান বাহন হাটবাজার নেই
রাস্তাঘাট নেই
আলো অন্ধকার নেই
জল হাওয়া নেই
সূর্য নেই চাঁদ নেই তারা নেই
দিন নেই রাত নেই আকাশ নেই মাটি নেই
গুম নেই খুন নেই
তুমি নেই আমি নেই
যারা বেঁচে নেই
তাদের কলিজা কবরে নেই, উধাও
যারা মরে গেছে তারা বেঁচে নেই
তাদের আত্মার সমাধি নেই
কর্পূরের মতো উবে গেছে, হাওয়া
১৪.৩.২০২১