দুই কবিতা ||| পুলক বড়ুয়া
——————————————————————————-
(১)
ক্রুশকাঠ
কতো কথা বলে শিশু
শুনি আর হাসি
ভাঙচুর ঘটে
বদনাম রটে
দুজনের নামে,
আমি আর শিশু
একজনও হই যদি যিশু,
ক্রুশকাঠ ছাড়তো কী পিছু !
——————————————————————————
(২)
লড়াকু
শিশু থেকে বৃদ্ধ সবাই
একটি কন্ঠে একাট্টা,
আমরা হলাম বিপ্লবীদের
লড়াকু এক চাটগাঁ ।
এই প্রকৃতি কে কেড়ে নেয়
কে কাকে দেয় দেখে নেব,
যুগে যুগে দখলবাজদের
রুখেছি তো রুখে দেব ।
পারলে দে দৌড়, বেদম ভোঁ দৌড়
বীর জনতাই মুক্তিসেনা,
যুদ্ধ জয়ের স্বাধীন জাতির
এই মাটিকে যায় না কেনা ।