জোড়কবিতা | পুলক বড়ুয়া
১.
স্পর্শ
মানুষের
ভন্ডামী
মিথ্যা
রাগ
বিদ্বেষ
ঘৃণা
ক্ষোভ
অহঙ্কার
অপমান
অবহেলা
অবমূল্যায়ন
অপ্রেম
আপেক্ষিকতা
আমাকে স্পর্শ করে না
আমাকে স্পর্শ করে
সত্য
রক্ত
অশ্রু
ঘাম
সংগ্রাম
দুঃখ
ব্যাথা
ব্যাধি
বিরহ
শোক
বিশ্বাস
ও
ভালোবাসা
২.
সমুদ্রের স্বাদ
তুমি বল্লে, সমুদ্র দেখবে ?
আমি তাকালাম, তোমার চোখের দিকে :
ও নীল দরিয়া !
তোমার উর্মির স্বাদ এমন, যায় না গোনা, নোনা !
তুমি বল্লে, দিল দরিয়া হে, নীল দরিয়ার জলে ডুবে
নীলপানিয়ার স্বাদ পেলে, দিলে !