‘অটোরিকশা বন্ধ হইলে আমার বোনরে পড়াশোনা করাইবো কে!’
একে সালমান | ‘ছোট বোনকে পড়াশোনা করে বড় করতে আমি রিকশা চালিয়েই বোনকে স্কুলে ভর্তি করেছি। এখন যদি রিকশা বন্ধ করে দেয় তাহলে আমার বোনের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। আমার স্বপ্ন আমার বোনকে পড়াশোনা করিয়ে বড় করবো। সে অনেক বড় হবে।’
চোখের পানি মুছতে মুছতে কষ্টের কথাগুলো বলছিলেন কিশোর অটোরিকশা চালক নাঈম।
নাঈম বলেন, ‘আমার এই রিকশাটা চালিয়ে আমার বৃদ্ধ নানী, অসুস্থ মা’কে নিয়ে জীবন যাপন করি। তাদের খাওয়া ও ঔষুধের খরচ যোগাতে হয়।
আমার এই রিকশার আয় দিয়েই সংসার চলে। এখন যদি আমার এই অটো রিকশা চালানো বন্ধ করে দেয় তাহলে আমি আমার বদ্ধ নানী আর মাকে খাওয়াবো কি?’
নাঈম আরও বলেন, ‘একটা কারখানায় চাকরি করে আমার পরিবারের খরচ চালাতাম। এখন করোনার কারণে আমার ঐ চাকরিটা চলে যাওয়ায় এখন এই অটো রিকশাই একমাত্র সম্বল। এটাও যদি বন্ধ করে দেয় তাহলে মরা ছাড়া আর কোন উপায় থাকবে না।’
উল্লেখ্য, গত রোববার (২০ জুন) ব্যাটারিচালিত রিকশা-ভ্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক পরিবহন টাস্কফোর্স এর সভা শেষে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী’র সভাপতিত্বে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সারাদেশে আমরা লক্ষ্য করেছি রিকশা ও ভ্যানে ব্যাটারি চালিত মটর লাগিয়ে রাস্তায় চালানো হচ্ছে। এগুলোতে ব্রেকের সিস্টেমও দুর্বল ও অপ্রতুল। এগুলো যখন হঠাৎ ব্রেক করে তখন প্যাসেঞ্জারসহ উল্টে যায়। এই দৃশ্য আমরা দেখেছি। হাইওয়েগুলোতেও রিকশা-ভ্যান চলে আসছে। এগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আদেশ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সারাদেশে পাঠানো হবে। নসিমন-করিমন ও ইজিবাইকগুলো যাতে বড় রাস্তায় আসতে না পারে এবং শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। প্যাডেল চালিত রিকশা ও ভ্যান সম্পর্কে আমরা বলছি না’
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘একজন করে ফোকাল পয়েন্ট থাকবে চারটি মন্ত্রণালয়ে। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য তারা একটা কর্মপদ্ধতি বের করে আমাদের পরবর্তী বৈঠকে অবহিত করবে।’-আমারসংবাদ
এস এস/সিএ
দেশ-বিদেশের টাটকা খবর আর অন্যান্য সংবাদপত্র পড়তে হলে CBNA24.com
সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন
আমাদের ফেসবুক পেজ https://www.facebook.com/deshdiganta.cbna24 লাইক দিন এবং অভিমত জানান