চাঁদের হাটে চল্লিশা ।।।।। বিশ্বজিৎ মানিক
————————–
ভেঙ্গে গেল – চাঁদের হাট আজ
বন্ধ রথের চাকা
চার দশকের – খেই হারিয়ে
হচ্ছে খোকা একা।
বন্ধু সুহৃদ – ছিলেক যত
গেছেই চলে সবে
কোলাহলের – ঘটছে ইতি
সুখের কলরবে।
উৎসে ছিল – অন্ন যোগান
জীবন ধারার গতি
নির্ঝরে যার – ঠাট্টা হাসি
স্নিগ্ধ প্রয়াস প্রীতি।
সাত সকালে – বেড়িয়ে পরা
রাত্রে ফেরা ঘরে
চারটি দশক – কাটছে খোকার
জীবন আড়ম্বরে।
পরিচিতির – এই ঠিকানায়
দাপট ছিল বেশ
উপপ্লবের – কুগ্রহে আর
থাকবে কি তার ক্লেশ?
শঙ্কা কি আর – থাকবে কোন
হয় যে কখন কি?
আজকে থেকে – জানিস খোকা
সত্যিরে তুই ফ্রি!
চেয়ার টেবিল – ডাকবেনা আর
যাচ্ছে বেজে নয়
জানতো খোকা – ব্যত্যয়ে তার
হবেই অবক্ষয়।
প্রত্যয়ে সে – চিত্ত বিনোদ
সাহস ভরা বুক
জটিল কুটিল – কর্ম ধারায়
হয়নি অনুন্মুখ।
ক্ষমতা তার – নেই আর কোন
হচ্ছে সে আজ একা
কুশল বদল – হবেই কেবল
হলেই শুধু দেখা।
আশীর্বাদের – দ্বার খোলে দাও
যার যতো বা আছে
যাত্রাকালে – নিন্দা বিষাদ
ছড়িওনা কেউ পাছে।
দীপ্ত স্বরে – সুধায় খোকা
নয় সে কোন খল
কৃতজ্ঞতায় – পরশ পাথর
লক্ষ্যে অবিচল।
হয় যদি ভুল – ক্ষমে দিও
সবাই সানুগ্রহে
ব্যতিক্রমে – প্রয়াণ হবে
আপন চিত্ত দহে।
৩১ অক্টোবর ২০২৩ খ্রি.