সাহিত্য ও কবিতা

পরের বারেও ।।। শীতল চট্টোপাধ্যায়

পরের বারেও ।।। শীতল চট্টোপাধ্যায়


পরের বারেও আবার কি-
তোর সাথে এই দেখা হবে?
আমি ও তুই হাঁটবো বলে
আলপথে কি শিশির রবে?
স্বরহীনে কি এমন করেই
ডাকবি আমায় আড়াল থাকায়,
যে ডাক শুনে যেমন এবার
তোর কাছেতেই মন ছুটে যায়?
পরের বারেও আবার কি –
বলবো চলনা ,নদীর ধারে ,
যেমন ক’রে এইবারে এই
মননদী দুই বইতে পারে ৷
যেমন করে নদী এসে
ঢেউ হ’তে চায় মনের দ্বারে ,
যেমন ক’রে ঘরের দরজা
আপনি খুলে বলে- যা-রে !
পরের বারেও আবার কি –
স্বপ্ন হবো পরস্পরে ?
রাখাল বাঁশির ধার করা সুর
পাবো কি আর বুকের ঘরে ?
আবার কি এই সাথি হবো
জ্যোৎস্না মেলা রাসের মেলায় ,
মিথ্যে ‘কালা’-‘রাইয়েই’ সত্যি
যেমন ক’রে আজ ছুঁয়ে যায় !
পরের বারেও আবার কি –
খেলতে আবির থাকবে ঢাকা ?
রঙেতে-রঙ বদলে দুজন
যেমন রেঙে এবার থাকা ৷
যেমন এবার রামধনুটা
রোদেও থাকে লুকানোতে ,
পরের বারেও থাকবে এমন
আমরা চলার এ পথ হ’তে ?
পরের বারেও আবার কি –
আসবো ফিরে পলাশ তলায় ?
আমাদের এই মন রঙই কি
মাখবে পলাশ ফুল হয়ে গা’য় !
পরের বারেও আবার কি –
পাখি হতে পাবো ডানা ?
পাশাপাশি এবার যেমন
উড়ছি শুধুই নেই ঠিকানা ৷
উড়ান সঙ্গী সত্যি হবো ?
সত্যি হবো পরের বারে ?
এই ডানারই একটা পালক
লুকাবো চল ,এপার পারে ৷
পরের বারেও আবার কি –
চলবে এমন গল্প বোনা ?
একান্তে রোজ হ’তে দুজন
দিনের নামতা ভুলেই গোনা ৷
এমনি করেই ফুল-পাখিদের
মন কি পাবো হতে আপন ?
এই বারেতেই পরের বারের
ঠিকানা দিস ,জুড়তে এ মন ৷
পরের বারেও হবো কি আর
পুতুল মনের খেলবো ব’লে ,
খেলার ছলেই বলবো তোকে
কে হবি তুই ? বিয়ে হ’লে ?
আঁক কেটে নে ‘রাই’ বেলাতে
আঁক কেটে দে ‘কালার’বেলায় ,
পরের বারে নির্ভুলেতে
চিনতে যেন ভুল হেরে যায় ৷



ঠিকানা- জগদ্দল, উত্তর২৪পরগণা
পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ



এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন