ফিচার্ড শিক্ষাঙ্গন

ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ পেলেন সাত বাংলাদেশি  

ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ পেলেন সাত বাংলাদেশি

[ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৩] সম্প্রতি ব্রিটিশ কাউন্সিলের ‘আইইএলটিএস প্রাইজ ২০২৩’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এই বার্ষিক প্রতিযোগিতার মাধ্যমে আইইএলটিএস পরীক্ষার্থীদের ৫ হাজার পাউন্ডের আর্থিক সহায়তা দেয় ব্রিটিশ কাউন্সিল। ইংরেজিভাষী বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে টিউশন ফিতে সহায়তা করতে এই আর্থিক অনুদান প্রদান করা হয়।

এই বছরের প্রতিযোগিতা বাংলাদেশ, চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

প্রতিযোগিতামূলক আবেদন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে মোট সাতজন বিজয়ী নির্বাচিত হয়েছে। বিজয়ীরা হলেন – মাইশা মালিহা (প্রথম); আশিক ভূঁইয়া (দ্বিতীয়); অনামিকা পূজা (দ্বিতীয়); আহসান সাকিব (তৃতীয়); এম এ শাদাব সিদ্দিকী (তৃতীয়); প্রবাহ বিশ্বাস (তৃতীয়) ও আলভীর হাসান (তৃতীয়)।

টম মিশশা, ডিরেক্টর বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, বলেন, “এ বছরের আইইএলটিএস প্রাইজ বিজয়ীদের অভিনন্দন। শিক্ষার্থীদের বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা করবে এই পুরস্কার। এছাড়া, নতুন দেশ ভ্রমণ, নতুন সংস্কৃতির সাথে পরিচিত হওয়া এবং বৈশ্বিক আইইএলটিএস কমিউনিটির অংশ হওয়ার সুযোগ পাবেন বিজয়ীরা।”

 

Seven Bangladeshis get the British Council’s IELTS Prize 2023

[Dhaka, December 11, 2023] The names of the winners of the British Council’s IELTS Prize for 2023 have recently been announced. 

The annual competition supports IELTS test-takers with up to £5,000 towards university tuition fees in English-speaking universities around the world, helping young ambitious people turn their academic dreams into reality.

This year’s competition was open to IELTS test-takers living in China, Japan, Hong Kong, Indonesia, Korea, Malaysia, Philippines, Singapore, Taiwan, Thailand, Vietnam, Bangladesh, Pakistan, Nepal, and Sri Lanka.

A total of seven winners from Bangladesh have been selected following a competitive application process. The winners are – Mysha Maliha (First); Ashik Bhuiyan (Second); Anamika Puja (Second); Ahsan Sakib (Third); M.A. Shadab Siddiqui (Third); Probaha Biswas (Third) and Alveer Hasan (Third).

Tom Miscioscia, Director Bangladesh at British Council said, ‘I would like to congratulate this year’s winners of the British Council’s IELTS Prize. Apart from facilitating students’ academic pursuits in world-class educational institutions, the IELTS Prize grants them the freedom to travel to new countries, immerse themselves in new cultures, and become part of a global IELTS community.’

Applicants who wish to find out more information about the prize, the application process, and review frequently asked questions should visit – https://takeielts.britishcouncil.org/take-ielts/study-work-abroad/ielts-prize.



এসএস/সিএ

 

সংবাদটি শেয়ার করুন