ফিচার্ড সাহিত্য ও কবিতা

ইতিহাসের শেষহাসি  ।।।।  পুলক বড়ুয়া 

ইতিহাসের শেষহাসি  ।।।।  পুলক বড়ুয়া


স্বদেশে বইছে বৈদেশী হাওয়া
স্বদেশে এখন বৈরী আবহাওয়া
হৃদয়ে আমাদের আক্রমণ
হৃদয়ে আমাদের রক্তক্ষরণ
দেশের ভেতরে সংক্রমণ
দেহের বাইরে চংক্রমণ
দেহের বাইরে বহিরাগত বাতাবরণ
বহির্বিশ্ব কী মানে না ব্যাকরণ
আমাদের দেশটা কী বহির্বিশ্বের  
বাংলাদেশটা কী বহিরাগতদের …
আমাদের দেশটা কী আমাদের নয় 
আমাদের শেষটা আমাদের জয়
 
বাংলাদেশ এখন তোমার বুকে দাপাদাপি 
দুনিয়ার অনাহুত ইয়ারবান্ধব
বাংলাদেশ এখন তোমার ঘরে ধুপধাপ
তথাকথিত পেয়ারাবান্দা মেহমান
তোমাকে ঘিরে দরদিদের আহাজারি 
তোমার দিকে ছুটে আসছে  
চর দখলের মতো বিবৃতির বল্লম 
বিশ্বলাঠিয়ালদের দামামা দম্ভ
তুমি খারিজ করে দিয়েছ
দুঃশীলদের উল্লম্ফন হুমকিধমকি  
তুমি নাকচ করে দিয়েছ
ওদের নাক গলানো 
 
তুমি দুর্বৃত্তদের দুরাচার লড়তে অসম সাহসী 
তুমি অপাঙ্ক্তেয়দের মুখোমুখি খড়গহস্ত   
তুমি কৈবর্ত বিদ্রোহ তুমি ফকির সন্ন্যাসী বিদ্রোহ 
তুমি সাঁওতাল বিদ্রোহ তুমি নীল বিদ্রোহ 
তুমি কৃষক বিদ্রোহ তুমি সিপাহী বিদ্রোহ 
তুমি ফারায়েজী আন্দোলন তুমি তিতুমীর 
তুমি প্রীতিলতা তুমি সূর্যসেন তুমি অস্ত্রাগার লুন্ঠন 
তুমি ভাষা আন্দোলন তুমি ৮ই ফাল্গুন তুমি ৭ই মার্চ 
তুমি ২৫শে মার্চ তুমি ২৬শে মার্চ তুমি ১লা বৈশাখ 
তুমি ১৫ই আগষ্ট তুমি ২৮শে আগষ্ট তুমি ৩রা নভেম্বর 
তুমি ১৬ই ডিসেম্বর তুমি ১৯৭১ তুমি মুক্তিযুদ্ধ 
তুমি বিদ্রোহী তুমি মুক্তিযোদ্ধা তুমি শাশ্বত বঙ্গ 
তুমি দুর্বিনীত তুমি আপোষহীন তুমি লড়াকু তুমি বিপ্লবী
তুমি শত্তুর মুখে ছাই দিয়ে আগুয়ান
তুমি রুখলে অব্যাহত চিরঅনধিকারচর্চা
আমরা কোনো তাঁবেদার রাষ্ট্র নই 
এজন্যে আমাদের জন্ম হয় নাই 
আমরা জন্ম নিই নাই
 
তুমি উজিয়ে ঔদ্ধত্য মারমুখী—তুমি  সহৃদয়—
তুমি অতিথিপরায়ণ—তুমি উদার—আগন্তুকদের প্রতি 
এ তোমার সৌজন্যতা অনন্ত শিষ্টাচার 
 
হাঙরের মতো ঘূর্ণিঝড় 
দাবানলের মতো দ্বীনদুনিয়ার অভিশাপ
সাদ্দামের সাঁজোয়া সাজানো বিচার
যম টুপি ফাঁসির রজ্জু
গাদ্দাফির তাঁবুহীন আত্মা 
বানোয়াট নাটকের চোরাবালি
গণহত্যা গণকবর বধ্যভূমি  
কঙ্কালের চোখ ঠিকরে বেরিয়ে আসা ভয়াল অন্ধকার 
প্রেতচ্ছায়ার মতো রাহুর মতো নৃত্যপর ওদের চৌপাশে
ওদের মন দ্রুত উপদ্রুত হয়ে পড়ে   
ওদের মনে উল্টো উপনিবেশ গড়ে 
 
ওই ভন্ড দিগম্বর বাসি মহানায়ক 
এখন বয়োবৃদ্ধ দুর্বল মোড়ল অক্ষম সর্দার 
ওদের দর্পদর্পণ চূর্ণবিচূর্ণ 
দাবানলের মতো জানোয়ারদের 
থাবা খামচি নখরের নিচে নীল সভ্যতা 
ওদের আতিশয্য আর সহ্য হয়না 
বাংলার সংযম বাঁধভাঙা অতিক্রান্ত বিপদসীমা  
ওদের চোখে সর্ষের ফুল  
ওদের মুখে ভুল নামতা  
 
পুরনো পাপীদের মরা কাহিনি চোখের সামনে দাঁড়িয়ে 
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আইন ব্রিটিশ শাসন 
বেহায়া বেনিয়াদের কী সুন্দর বেসাতি তেলেসমাতি   
বাংলার স্বর্ণালী মসলিন-আঙুল হত্যা কোহিনূর লুট
বঙ্গোপসাগরে সপ্তম নৌবহরের ভেলকিবাজি
বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’র বিদ্রুপ 
বর্তমান প্রজন্ম জানে না যে কথা তাকে বলতেই হবে  
ওইসব বেঈমান বেয়াদব বদমাশ মাতাল মদ্যপ 
রোম খাদ্য চুক্তি লঙ্ঘন করে 
চুয়াত্তরের দুর্ভিক্ষ পনেরোই আগস্ট
জনকের খুনিদের ঠাঁই দেয় 
হিরোশিমা নাগাসাকি আণবিক বোমায় কোমায়
অতঃপর অব্যাহত সশস্ত্র মাস্তানী   
ভিয়েতনাম আফগানিস্তান ইরাক লিবিয়ায় এবং আরও 
প্যাট্রিস লুমুম্বা চে গেভারা মার্টিন লুথার কিং 
সালভাদর আইয়েন্দে বঙ্গবন্ধু গুম খুন
জাতিসংঘের দিকে তাক করে রাখা বুড়ো আঙুল 
কাকতাড়ুয়ার মতো ভিসাভূতের মুলো লটকে দেয়া  
স্যাংসন-সন্ত্রাসী হতে চায়
দুনিয়ার সবচে’ ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান বাংলাদেশের 
সাথে সহাস্যে স্বহস্তে সেলফি সেশন সাজায় 
আরেকজন হাঁটু গেড়ে ভক্তিতে গদগদ 
পারলে গড় হয়ে লম্বা বন্দনা করে ইউকে পিএম 
বইছে উড়ছে লু হাওয়া—মি. ডোনাল্ড লু-র চিরকুট  
রাষ্ট্রদূত—পত্রদূত—ভগ্নদূত—মি. হাস তপসিলে হাওয়া
বোধয় বাংলার বাঁশের ডরে
 
বর্গীরা হায়েনারা হা হা করে আসে হাসে ধায়
ওরা ঘুরপাক খায় ওরা ডিগবাজি মারে
ইতিহাসের শেষহাসিটা লেগে থাকে বাংলার মুখে
ইতিহাসের শেষহাসিটা দেয় বাংলাদেশ
ইতিহাসের শেষহাসিটায় বাংলার মুখ
সংবাদটি শেয়ার করুন