বাংলাদেশ : ১৯৭১ ||||| পুলক বড়ুয়া
দেশকে ভালোবাসা দোষ নয়,
মাটির পিঁড়িতে পিরিতে বসা দোষ নয়,
মৃত্তিকার প্রেমে মশগুল হওয়া অপরাধ নয়।
উদার উন্মুক্ত আলোতে বিশদ জীবন
মহাজীবন মহীরুহ।
একমুহুর্তে সে বেড়ে ওঠেনি,
হঠাৎ লাফিয়ে সে বড় হয়ে ওঠেনি,
দিনে দিনে সে সবিস্তার, সমগ্র।
চাইলে তাকে সাফ করা যায় না,
চাইলে তাকে হত্যা করা যায় না,
তার মূলশুদ্ধ অচিরে উপড়ে ফেলতে পার।
তাকে সবংশে নিধন করা যায় না,
নির্বংশ করা কার সাধ্য।
বারবার বীজ থেকে শ্যামল হবে।
সৃষ্টিশীলতা বৃক্ষের মতো।
তুমি তার জল-হাওয়া-রোদ্দুরকে
কিভাবে কেড়ে নেবে, ঠেকাবে, বিনাশ করবে?
তুমি তার দেশ-কাল-পাত্রকে কিভাবে বধ করবে?
সৃজনশীলতাকে প্রহার করা যায়, সংহার করা যায় না।
একটি তীর্থভূমিকে বধ্যভূমি বানানো যায় না।
আমাদের প্রিয় পুণ্যভূমি বাংলাদেশকে
তোমরা হত্যা করতে পার না,
খুন করতে পার না,
গুম করতে পার না,
তাঁর কবর রচনা করার ব্যর্থ চেষ্টা কোরো না।
তাঁর ওপর হামলা করতে পার। তাঁকে বন্দী করতে পার।
তাঁর চোখ-মুখ-হাত বেঁধে
তাঁকে কিছুটা পাচার করে দিতে পার।
বাংলাদেশ শহীদ নয়, বীর,
তিলে তিলে তিলোত্তমা।
তোমরা আমার চোখ উপড়ে ফেলতে পার,
আমার হৃদপিন্ড খুবলে নিতে পার,
আপাদমস্তক বিধ্বস্ত করতে পার!
তোমাদের ঐ মাটিলেপা-কাদামাখা জীপ,
ঐ ছদ্মবেশ আমি চিনি,
ঐ মুখোশ কাদের আমি জানি।
তোমরা নামধারী ছাত্র,
এই জমিনের ভুঁইফোড় নব্য উৎপাত।
ঘৃণ্য, জঘন্য, বিশ্বাসঘাতক, দালাল,
রাজাকার, আলবদর, আলশামস।
এই পতাকা তোমাদের না।