প্রবাসের সংবাদ ফিচার্ড

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন নাহিদা সোবহান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন নাহিদা সোবহান

কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন নাহিদা সোবহান

সিবিএনএ অনলাইন ডেস্ক, মন্ট্রিয়ল, কানাডা।। কানাডায় বাংলাদেশের নতুন হাইকমিশনার নিযুক্ত হলেন নাহিদা সোবহান। তিনি বর্তমানে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত আছেন। নাহিদা সোবহান কানাডায় হাইকমিশনার ড. খলিলুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার ২৯ মে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পেশাদার কূটনীতিক নাহিদা সোবহান ১৫তম বিসিএসের মাধ্যমে ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২০ সাল থেকে জর্ডানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে তিনি রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের স্নাতকোত্তর ডিগ্রিধারী নাহিদা সোবহান বাংলার পাশাপাশি ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি ভাষায় সমান দক্ষ। তিনি ব্যক্তিজীবনে দুই সন্তানের জননী।


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন