জাতিসংঘ প্রবাসের সংবাদ ফিচার্ড

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ এ. মুহিত জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির চেয়ার নির্বাচিত

রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ এ. মুহিত জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির চেয়ার নির্বাচিত হলেন

নিউইয়র্ক, ০৬ জুন ২০২৪:  জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত সর্বসম্মতিক্রমে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৯তম অধিবেশনের সেকেন্ড কমিটির চেয়ার নির্বাচিত হয়েছেন। আজ নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ এ পদে তাঁর নির্বাচিত হওয়াকে রাষ্ট্রদূত মুহিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানাবিধ উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের টেকসই উন্নয়ন ও অভাবনীয় অগ্রযাত্রার স্বীকৃতি তথা বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশ্বাস ও আস্থার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

জাতিসংঘের সেকেন্ড কমিটিতে বাংলাদেশের নেতৃত্ব বৈশ্বিক নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে  অবদান রাখতে এবং অর্থ-সামাজিক উন্নয়ন অভিযাত্রায় আমাদের অগ্রাধিকারগুলো আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে আমাদের সাহায্য করবে বলেও তিনি মন্তব্য করেন।

সেকেন্ড কমিটি জাতিসংঘ সাধারণ পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি যা জাতিসংঘের অর্থনৈতিক, আর্থিক এবং পরিবেশগত প্রভৃতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম তদারকি করে। এই কমিটি আন্তর্জাতিক বাণিজ্য ও উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, সাউথ-সাউথ কোঅপারেশন, কিছু দেশের বিশেষ পরিস্থিতি, কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা অর্জন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি বিষয়সমূহ এই কমিটির আওতাধীন।

পেশাদার কূটনীতিক, রাষ্ট্রদূত মুহিত, ২০২২ সালের জুলাই মাসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনঅপ্‌স এর নির্বাহী বোর্ডের ২০২৪ সালের সভাপতি হিসেবে জাতিসংঘের এই তিনটি গুরুত্বপূর্ণ সংস্থার নীতি নির্ধারণে নেতৃত্ব প্রদান করছেন। ইতোপূর্বে তিনি জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ২০২২ সালের সভাপতি এবং ২০২৩ সালের সহ-সভাপতি, ইউএনউইমেন এর নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনঅপ্‌স এর নির্বাহী বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ।

Ambassador and Permanent Representative Muhammad A. Muhit has been elected as the Chair of the Second Committee of the UNGA

New York, 06 June 2024: Bangladesh’s Permanent Representative to the United Nations, Ambassador Muhammad Abdul Muhith, has been elected unanimously as the Chair of the Second Committee of the United Nations General Assembly for the upcoming 79th Session of the General Assembly. Elections were held today at the UN Headquarters in New York.

“This is a recognition of Bangladesh’s unique success in achieving sustainable development through innovative means under the leadership of Hon’ble Prime Minister Sheikh Hasina and a demonstration of the trust and confidence that Bangladesh enjoys in the international arena,” – said Ambassador Muhith while addressing the General Assembly after being elected.

“Bangladesh’s leadership in guiding discussions and consensus-building within the Second Committee enables the country to contribute significantly to shaping global policies and initiatives; and advancing its interests and development objectives at the global stage,” he added.

The Second Committee is one of the most critical bodies of the United Nations addressing economic, financial, and environmental affairs and focusing on macroeconomic policy, international trade and development, poverty eradication, the 2030 Agenda for Sustainable Development, climate change, UN operational activities, South-South Cooperation, special situations for certain countries, agricultural development, food security, and information and communications technologies for development.

A career diplomat, Ambassador Muhith joined as Bangladesh’s PR to the UN in July 2022. He is currently serving as the President of Executive Board of UNDP/UNFPA/UNOPS for 2024, leading three of the United Nations’ most critical agencies.

Ambassador Muhith also served as the Chair of the UN Peacebuilding Commission in 2022, vice-chair of the UN Peacebuilding Commission in 2023, the President of the Executive Board of UN-Women and the Vice-President of the Executive Board of UNDP/UNFPA/UNOPS.

 


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন