ফিচার্ড বিশ্ব

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের প্রেসিডেন্ট পুনঃনির্বাচনে তার প্রার্থীপদ প্রত্যাহার করেছেন

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের প্রেসিডেন্ট পুনঃনির্বাচনে তার প্রার্থীপদ প্রত্যাহার করেছেন

বিদ্যুৎ ভৌমিক, সিবিএনএ অনলাইন ডেস্ক, মন্ট্রিয়ল, কানাডা ।। আগামী নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের পদপ্রার্থী বর্তমান যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থীপদ প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। রবিবার ২১ জুলাই জো বাইডেন পুনঃনির্বাচনের দৌড় থেকে তার নাম প্রত্যাহার করে  বর্তমান যুক্তরাষ্টের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে সমর্থন করেছেন।

যুক্তরাষ্টের প্রেসিডেন্ট জো বাইডেন তার সিদ্ধান্ত ঘোষণার একটি চিঠিতে উল্লেখ করেন “যদিও পুনঃনির্বাচন করা আমার উদ্দেশ্য ছিল, আমি বিশ্বাস করি যে, আমার দল এবং দেশের সর্বোত্তম স্বার্থে আমার পক্ষে আমার পদ থেকে সরে দাঁড়ানো এবং আমার বাকি মেয়াদের জন্য প্রেসিডেন্ট হিসাবে আমার দায়িত্ব পালনের উপর মনোযোগ দেওয়া আমার দায়িত্ব ও কর্তব্য।”  ডোনাল্ড ট্রাম্প এমন একজন প্রার্থী, যে মার্কিন গণতন্ত্রের জন্য বড় হুমকি বলে বারংবার সতর্ক করেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন।

জো বাইডেন বলেন, “আজ আমি কমলাকে এ বছর আমাদের দলের মনোনীত প্রার্থী হওয়ার জন্য আমার পূর্ণ সমর্থন ও সমর্থন দিতে চাই।” “ডেমোক্র্যাটরা – এখনই সময় একত্রিত হয়ে ট্রাম্পকে পরাজিত করার। চল এটা আমরা করি।”

এদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেনের Endorement পেয়ে বলেন “আমার উদ্দেশ্য এই মনোনয়ন অর্জন করা এবং জয় করা,” কমলা হ্যারিস এক বিবৃতিতে বলেন যে,  তিনি বাইডেনের অনুমোদন পেয়ে সম্মানিত বোধ করছেন।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আরও বলেন, তিনি পার্টির কৃষ্ণাঙ্গ  অ্যান্ড হিস্পানিক ককাস এবং এলিজাবেথ ওয়ারেনের মতো কিছু নেতৃস্থানীয় প্রগতিশীলদের সহ কংগ্রেসনাল ডেমোক্র্যাটদের কাছ থেকে অসংখ্য সমর্থন পেয়েছেন।

U.S. President Joe  Biden has withdrawn from his presidential re-election race and endorsed Vice-President Kamala Harris to take his place at the top of their party’s ticket, an extraordinary decision upending American politics that plunges the Democratic nomination into uncertainty just months before the November election Trump – a candidate Biden has warned is an existential threat to US democracy.

“While it has been my intention to seek re-election, I believe it is in the against Donald best interest of my party and the country for me to stand down and focus solely on fulfilling my duties as president for the remainder of my term,” U.S President said in a letter  announcing his decision.

Biden thanked Harris in his letter and later endorsed her as the Democratic nominee for president in a tweet. He said he planned to speak to the nation in more detail later this week.

“Today I want to offer my full support and endorsement for Kamala to be the nominee of our party this year,” he said. “Democrats – it’s time to come together and beat Trump. Let’s do this.”

Source: The Guardian, CBC News

21st July 2024


এসএস/সিএ
সংবাদটি শেয়ার করুন