(১)
সন্ত্রাস
আমি এখন কাঁদছি
কিন্তু, কাউকে দেখাতে চাইনা,
কেননা, আমি কাঁদতে চাইনা।
কারণ, আমি জানি,
এর জবাব কান্না না।
এর সমাধান এখানে নয়।
আমার চোখে এখন আগুন,
সমস্ত জল শুষে নিয়েছে,
পৃথিবীর তিনভাগ জল শূন্য;
অন্তরীক্ষ বেদনায় নীল!
মাটি বলতে আমি আবু-র কবর।
আমাকে ক্ষমা কর সাঈদ,
তুমি নিহত, আমি আহত;
আমরা হতাহত।
শূন্যে মুঠিগুলি আমাদের
স্বাধীন নিশান, ওরা কখনো
মাথা নোয়াবে না।
শ্রাবণ মেঘের ভেলা
তোমার কবরকে ভিজিয়ে রেখেছে।
তুমি একটুও ভুল করনি,
তুমি যাদের জানতে হন্তারক
তুমি যাদের জানতে প্রতারক
তারা সবাই নির্ভুল
বিশুদ্ধ সোনালি সন্ত্রাস।
১৭.০৭.২০২৪
(২)
উর্দিরাত্রি
গাছের পাতার ছায়ারা দাঁড়িয়ে আছে
য্যানো সান্ত্রী হয়ে—কোনোটা লম্বাটে কিম্বা
বেঁটেখাট গুর্খা সৈন্যদের মতো; আমি
দূর থেকে দাঁড়িয়ে দ্যাখছি; আবছায়া
রাত্রির আধারে; চুলের মতোন কালো
ঝাঁকড়া জাঁকালো ডালপালা ছাওয়া-ছায়া
সবুজের সমারোহ—সাঁজোয়া যানের
মতো থির প্রস্তুত, টহলরত সেনা;
মনে হয়, মৌন সামরিক কনভয়;
আমার শহর গত মধ্যরাত হতে
সান্ধ্য আইনের টানেলে চালান হয়ে
গ্যাছে; জলপাই রঙের নাচছে ছায়া
সড়কের কালো পিচে, মনে হয়, ঘোরা
ফেরা করে প্রহরীর মতো প্রহরায়;
সমস্ত শহর অলস প্রহর গোনে,
ঝিমোয়; হঠাৎ সশব্দে সাঁজোয়া যান
বারান্দায় নেয়, গ্রীলে মুখ রাখতেই
তাকাতেই দ্যাখি, সিটি কর্পোরেশনের
ময়লার গাড়ি—ময়লার গন্ধ টের পাওয়ার আগেই মুখ ঘুরিয়ে পালিয়ে
আসি; সবকিছু যেন হয় এক উল্টো
পাল্টা বাস্তবতা, কিম্বা জাদুবাস্তবতা
বা কখনো মনে হয়, পরাবাস্তবতা।
সুনসান নিশুতি রাত্রির ঘুম নেই;
কাঁদে কারফিউ—সে কান্না বোঝেনা কেউ;
অশ্রুত, দ্যাখে না কেউ; নির্জন ক্রন্দন!
রাত : ১১.৪৮
২১.০৭.২০২৪
(৩)
কারফিউ
শাওনের মেঘদল মাথার ওপর
শ্রাবণের মেঘেরা ফিরছে
জঙ্গি বিমানের মতো যুদ্ধ বিমানের মতো
বোমা ফেলছে, বোমারু
সড়কের কালো পিচ ছুঁয়ে তার কালো ছায়া
গাছের সবুজগুলো কালো সামরিক কনভয়
বিপন্ন আঁধার সটান দাঁড়িয়ে আছে সৈনিকের মতো
ঝাঁক বেঁধে বসে আছে গাঢ় রাত্রি গাছের মাথায়
বৃক্ষের মতোন মৌন, স্থাণু অসহায় বাড়িগুলো
বোবা বাতিগুলো অপলক চোখ খোলা
নিহত নগরী বেওয়ারিশ লাশের মতোন
সারাটা সকাল
সারাটা দুপুর
সারাটা বিকাল
সারা সন্ধ্যা
সারা রাত্রি
বিপন্ন বিধ্বস্ত
নির্জন নিঃসঙ্গ
অব্যাহত কারফিউ
গুলির মতোন বৃষ্টি হচ্ছে
বৃষ্টি হচ্ছে গুলির মতোন
২২.০৭.২০২৪
সন্ধ্যা : ০৭.৩২
(৪)
সান্ধ্য আইন অমান্য আন্দোলন
মানছে না কারফিউ মেঘ
মানছে না কারফিউ বৃষ্টি
মানছে না কারফিউ জল
মানছে না কারফিউ হাওয়া
মানছে না কারফিউ ফুল
মানছে না কারফিউ পাখি
মানছে না কারফিউ ভোর
মানছে না কারফিউ দুপুর
মানছে না কারফিউ বিকেল
মানছে না কারফিউ সন্ধ্যা
মানছে না কারফিউ রাত্রি
মানছে না কারফিউ চাঁদ
মানছে না কারফিউ তারা
মানছে না কারফিউ রোদ
মানছে না কারফিউ বোধ
মানছে না কারফিউ ক্ষণ
মানছে না কারফিউ মন
২৪.০৭.২০২৪
সকাল : ৯.১৫