কমলগঞ্জে বন্যায় ৮০ কি:মি: রাস্তা ভাঙন: মেরামতে ৫০ কোটি টাকা প্রয়োজন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে পাহাড়ী ঢল, ধলাই নদী ভাঙনে সাম্প্রতিক বন্যায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বন্যা সৃষ্টি হয়। বন্যায় মানুষের ঘর বাড়ী, ফসল ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হলেও স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। বন্যায় মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। বন্যায় কমলগঞ্জে অনেক সড়ক তলিয়ে যায়। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।
কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আজম জানান, কমলগঞ্জে সাম্প্রতিক বন্যায় গ্রামীণ রাস্তাঘাট প্রায় ৮০ কিলোমিটার ভেঙেছে। এগুলো মেরামত করতে প্রায় ৫০ কোটি টাকার প্রয়োজন।
বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষেরা জানান, ঘরবাড়ির ক্ষতির চেয়ে বেশি সড়কের ক্ষতি হয়েছে। যত দ্রুত সম্ভব গ্রামীণ জনপদের রাস্তা, কালভার্ট গুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবী জানান।
এসএস/সিএ